https://www.idblanter.com/search/label/Template
https://www.idblanter.com
BLANTERORBITv101

Telegraphic science in VEDA

Tuesday, August 2, 2016


১৮১৬ সালে ফ্রান্সিস রোনাল্ডসেট তাঁর বাগানের মধ্যে দিয়ে আট মাইল দীর্ঘ একটি তারকে ঝুলিয়ে তা দিয়ে বিদ্যুত্ পরিবহন করার মাধ্যমে সিগনাল পাঠাতে সক্ষম হন যা ইলেক্ট্রিকাল টেলিগ্রাফির ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ।বিদ্যুত্ এর মাধ্যমে একটি তারের দুই প্রান্তে সংকেত পাঠানো হল টেলিগ্রাফির মূল নীতি যদিও বর্তমানে আধুনিক বিজ্ঞান তারবিহীন টেলিগ্রাফি পদ্ধতিও উদ্ভাবন করেছে।

পবিত্র বেদে তারবিদ্যা ও টেলিগ্রাফি বিষয়ক বিস্ময়কর তথ্য পাওয়া যায়।এছাড়াও রামায়ন ও নিরুক্ত সংহিতায় ও বৈদ্যুতিক বিষয়ক বিভিন্ন উল্লেখ পাওয়া যায়।একনজরে দেখে নেয়া যাক-
য়ুবং পেদবে পুরুবারমশ্বিনাস্পৃধাং শ্বেতং তরুতারুং দুবস্যথঃ । শর্য়ৈরভিদ্যুং পৃতনাসু দুষ্টরং চর্কৃত্যমিন্দ্রমিব চর্ষণীসহম্ ।। (ঋগ্বেদ ১/১১৯/১০)
মন্ত্রটির বিশ্লেষনপূর্বক অনুবাদ- যুবম-উভয়ে
পেদবে-অত্যন্ত দ্রুত গতি/পরিবহনের হেতু
পুরুবারমশ্বিনাস্পৃধাং (পুরুবারম+অশ্বিনা+স্পৃধাং) এখানে, পুরুবারম-এটি উত্তম ব্যবহারের অনেকরকম উপকারিতা
অশ্বিনা-অশ্বিনা শব্দটি জোড় শক্তি বা বল অর্থে ব্যবহৃত হয়(এখানে Bipolar force অর্থে)
স্পৃধাং-এমন কিছু যা সাধারন মানুষদের জন্য(Civilian) উপকারী হলেও সৈনিক ও রাজকর্মচারীদের জন্য বিশেষভাবে উপকারী
শ্বেতং-শুদ্ধ ধাতুযুক্ত বা ধাতুকর্তৃক নির্মিত
তরুতারং-তার(Wire) দিয়ে তৈরী এই যন্ত্র
দূবস্যথঃ - এমনভাবে তৈরী করা উচিত
শর্যৈরভিদ্যুং (শর্যৈর+অভিদ্যুম) শর্যৈর- যা চালুও করা যায় ,বন্ধও করা যায়
অভিদ্যুম-বিদ্যুত্ যুক্ত
পৃতনসু-যা বিপদজনক(দুঃসহ)
দুষ্টরম-যা উল্লঙ্ঘন করা যায়না(অর্থাত্ বিদ্যুত্ প্রবাহকালীন সময়ে স্পর্শ শক করবেই)
চর্কৃত্যমিন্দ্রমিব (চর্কৃত্য+ইন্দ্রমিব) চর্কৃত্য-যা লাগাতার পরিবহন করায় ইন্দ্রমিব-যা দ্রুত
চর্ষনীসহম-যা বলশালী
পূর্নাঙ্গ অনুবাদ-শুদ্ধ ধাতু দিয়ে প্রস্তুতকৃত তারযন্ত্র,যা দিয়ে বিদ্যুত্প্রবাহের মাধ্যমে(যা জোড়শক্তির অর্থাত্ দুই বিপরীত দিকে ধনাত্মক ও ঋণাত্মক আয়ন দিয়ে তৈরী) বলশালী ও দ্রুত পরিবহন সম্ভব,এটি সুবিধামত চালু ও বন্ধ করার উপায় থাকা উচিত যা চালু অবস্থায় স্পর্শ করলে বিপদজনক এবং সঠিকভাবে ব্যবহার করতে পারলে সাধারন জনগনের জন্য বিশেষত সৈনিক ও রাজকর্মচারীদের জন্য বিশেষভাবে উপকারী।
শুক্রনীতি,যা প্রশাসনব্যবস্থার উপর রচিত প্রাচীনতম বৈদিক গ্রন্থ তাতে এমন একধরনের ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে যার মাধ্যমে মূহুর্তের মাধ্যমে সারাবিশ্বের সাথে যোগাযোগ করা যাবে।
বাল্মীকি রামায়নের ১.৫৬.৯ এ মহর্ষি বাল্মীকির শ্রীরামকে আর্দ্র ও শুষ্ক-এই দুই প্রকার বিদ্যুতের জ্ঞান শেখানোর কথা পাওয়া যায়।
নিরুক্ত সংহিতা ৭.২৩ এ বায়ুতে বিদ্যুত্পরিবহনের কথা পাওয়া যায়(আয়নমন্ডল)
ওঁ শান্তি শান্তি শান্তি
Courtesy of Agniveer