BLANTERORBITv101

Contact us

                                           
                For any inquiry & consultation-

                           EMAIL- back2thevedas@gmail.com
                           Facebook page- https://www.facebook.com/back2thevedas/<--Here

  1. বেদে রুদ্র অবশ্যই ভগবান শিব। 'গিরিশন্ত' শব্দে 'গিরি' শব্দের বিভিন্ন অর্থ আপনি যাস্কাচার্য্যর 'নিঘন্টু' থেকে উল্লেখ করেছেন। এখানে 'গিরি' শব্দের অর্থ ' মেঘ ' নির্বাচন করেছেন। কিন্তু আমাদের বুঝতে হবে 'নিঘন্টু' প্রধান একটি শব্দকোষ। কোন বেদের ভাষ্য নয়।
    বেদের বিখ্যাত ভাষ্যকারগণ যেমন সায়ন, মহিধর, উবট, অভিনব শঙ্কর প্রমুখ 'গিরি ' শব্দের অর্থ কৈলাস পর্বতই করেছেন।
    কৃষ্ণ যজুর্বেদের অন্তর্গত ' শ্রীরুদ্রম' এর প্রথম প্রপাঠকে 'গিরিশন্ত' শব্দটির অর্থ সায়ন করেছেন 'গিরৌ কৈলাশে স্থিত্বা নিত্যৌ প্রানীভ্যো য: শং সুখং তনোতি স সম্বোধনং হে গিরিশন্ত' অর্থাৎ কৈলাস গিরি শিখরে অবস্থান করে তিনি সবসময় সমস্ত প্রাণীতে 'সং' অর্থাৎ সুখ প্রদান করেন তাঁকে সম্বোধনার্থে 'গিরিশন্ত'।
    এই শব্দের মহীধরের ব্যাখ্যা আপনি একটু ভুল দিয়েছেন। মহীধর ভাষ্য অনুযায়ী 'গিরিশন্ত' অর্থাৎ
    'গিরৌ কৈলাশে স্থিতো শং সুখং তনোতীতি বিস্তারয়োতীতি গিরিশন্ত' অর্থাৎ মহীধরও 'গিরি' শব্দের অর্থ কৈলাস পর্বতই করেছেন।
    এই সম্বন্ধে উবট ভাষ্য : গিরৌ পর্বতে কৈলাশাখ্যে অবস্থিত: শং সুখং তনোতীতি গিরিশন্ত:'
    অভিনব শঙ্করের ভাষ্য অনুযায়ী : গিরৌ কৈলাশে স্থিত্বা লোকানাং শং শিবং তনোতীতি গিরিশন্ত'
    এইসব বিখ্যাত প্রবাদপ্রতিম বেদের ভাষ্যকার কোন যাষ্কের 'নিঘন্টু' তে 'গিরি' শব্দের বিভিন্ন অর্থের মধ্যে একটি অর্থ যে মেঘ এমনটা যে জানতেন না মন মনে করার কোনো কারণ নেই ।
    ।। ওঁ নমঃ শিবায়।।

    ReplyDelete