https://www.idblanter.com/search/label/Template
https://www.idblanter.com
BLANTERORBITv101

সোম রসের তাৎপর্য

Saturday, April 29, 2017


=>> সমীক্ষা ০১-  বেদে কি সোমরসের রূপে শরব (alcohol) অথবা অন্য মাদক পদার্থের গ্রহন করার বর্ণনা রয়েছে? 
পাশ্চাত্য বিদ্বান বেদে সোম রসের তুলনা এক জড়ী বুটির [I] সাথে করেছে যা গ্রহন করলে নেশা উৎপন্ন হয় এবং বৈদিক ঋষি  সোম রসকে গ্রহন করে নেশায় [ii] মেতে থাকতো।  কিছু পশ্চিম লেখকের মত সোম সম্ভবত মাশরুম ও হতে পারে [iii]। মাদক পদার্থের প্রয়োগ কারী লোক সোমরসের নামের  সাহায্য নিয়ে নেশা করার ভালোই সুযোগ পেয়েছে। এই ভ্রান্তির মূল কারণ সোম শব্দের উচিৎ অর্থ কে না বোঝা।
=>> সমীক্ষা ০২ - স্বামী দয়ানন্দের অনুসারে সোমের কি অর্থ? 

সমাধানঃ  স্বামী দয়ানন্দ নিজ বেদ ভাষ্যে সোম শব্দের অর্থ প্রসঙ্গ অনুসারে ঈশ্বর,  রাজা, সেনাপতি, বিদ্যুৎ, বৈদ্য, সভাপতি, প্রাণ, অধ্যাপক, উপদেশক ইত্যাদি করেছেন।  কিছু স্থলে সোমের অর্থ ঔষধি,  ঔষধি রস এবং সোমলতা নামক ঔষধি বিশেষ করেছেন।
পরন্তু সোম কে সুরা বা মাদা বস্তুর রূপে কোথাও গ্রহন করেন নি।  [iv] স্বামী দয়ানন্দ লিখেছেন যে,  সোমের পান কারীর অন্তর্রাত্মায় বিদ্যার প্রকাশ হয় অর্থাৎ সে মনুষ্য দিন এবং রাত পুরুষার্থ করে নিত্য সুখী হন [v]।
=>> সমীক্ষা ০৩ - যোগী অরবিন্দের সোম বিষয়ে কি মত?
বেদের আধ্যাত্ম ব্যাখ্যাকার শ্রী অরবিন্দের অনুবাদে সোম আনন্দ রসের এবং অমৃত রসের অধিপতি।  ঋগবেদ ৯।৮৩ সুক্তের  ব্যাখ্যা করে তিনি এই সুক্তের সোম বর্ণন কে অলংকারীক বলেছেন।  [vi]
=>> সমীক্ষা ০৪ - বৈদিক মন্ত্রে সোম শব্দের প্রয়োগ কোন অর্থে হয়েছে? 
বৈদিক মন্ত্রে সোম শব্দের ভিন্ন মন্ত্রে ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে। যেমনঃ
(ঋগবেদ ১।৯১।২২) এ সোমকে সমস্ত গুনযুক্ত আরোগ্যপন এবং বলদানকারী ঈশ্বর বলা হয়েছে।
(ঋগবেদ ১০।৮৫।২- ৪)  এ সোমের তুলনা  ঔষধী, বীর্যের সাথে তুলনা করা হয়েছে।
ঐতেরীয় ব্রাহ্মন অনুসারে চন্দ্রমাকে সোমের পর্যায় বলা হয়েছে।
(ভগবতগীতা ৯।২০)  অনুসারে সোমপান করে পাপ থেকে পাপ মুক্ত হওয়া যায়।
(ঋগবেদ ৮।৯২।৬) - সোমরসের পান করে সাধকের আত্মা অশুদ্ধ ঔজ, পরাক্রম আদি দ্বারা যুক্ত হয়ে যায়।
সমীক্ষা ০৫ - বেদে শরব অথবা সুরা আদি পানের অনুমতি রয়েছে?
1. বেদে মনুষ্যকে সাত অর্যমাদার পালনের নির্দেশ দিয়েছেন।  ঋগবেদ ১০।৫।৬ এই সাত মর্যাদার মধ্যে যদি কেউ একটি প্রাপ্ত হয় সে পাপী। [vii]
2.(ঋগবেদ ৮।২।১২) সুরাপানের দ্বারা দুর্মদ উৎপন্ন হয়।
3. (ঋগবেদ ৭।৮৬।৬) সুরাপায়ী ব্যক্তি অধর্মে প্রবৃত্ত হয়।
4. শতপথের অনুসারে সোম অমৃত সুরা বিষ, এর উপর বিচার করা উচিৎ। [ viii]
যখন বেদে স্বয়ং সাক্ষী সুরা গ্রহনের নিন্দা করতে তখন কিভাবে বেদে সোম রসের মাধ্যমে সুরা গ্রহনের সন্দেহ থাকতে পারে?
(ঋগবেদ ৮।৪৮।৩) আমরা সোমপান করে জ্যোতি কে প্রাপ্ত করবো,  আমরা বিবিধ দিব্যতাকে অধিকার করবো,  শত্রু মনুষ্য আমাদের কি করবে? 
এইপ্রকার বেদের প্রমাণ দ্বারা স্পষ্ট সিদ্ধ হয় যে,  সোমরস সুরা আদি মাদক পদার্থ নয়।
[i] Soma- The plant is a creeper semi shrub, leafless or reduced leaves with milky secretions. Refer Hillibrandt- A Vedic mythology 1891
[ii] The Encyclopedia Britannica describes soma as “Soma , in ancient Indian cult worship, an unidentified plant, the juice of which was a fundamental offering of the Vedic sacrifices. The stalks of the plant were pressed between stones, and the juice was filtered through sheep’s wool and then mixed with water and milk. After first being offered as a libation to the gods, the remainder of the soma was consumed by the priests and the sacrificer. It was highly valued for its exhilarating, probably hallucinogenic, effect. The personified deity Soma was the “master of plants,” the healer of disease, and the bestower of riches.”
[iii] The Soma of the Rig Veda: What Was It? By R. Gordon Wasson Journal of the American Oriental Society Vol.91, No.2 (Apr.-Jun, 1971) pp.169-187 suggested fly-agaric mushroom Amanita muscaria as Soma. This Mushroom is Hallucinogenic in nature.
[iv] সন্দর্ভ আর্যের আদি দেশ এবং তার সভ্যতা - স্বামী বিদ্যানন্দ পৃষ্ঠা ২২১
[v]  ঋগবেদ ভাষ্য স্বামী দয়ানন্দ মন্ত্র ৫।৩৪।৩
[vi[ সন্দর্ভ বেদ রহস্য পূর্বাদ্ধ পৃষ্ঠা ৪৪১-৪৪৯
[vii] এই সাত মর্যাদা নিরুক্তের নৈগম কান্ড ৬।২৭ এর অনুসারে - চুরি,  ব্যাভিচার,  ব্রহ্মহত্যা,  গর্ভপাত,  অসত্য ভাষন,  বার বার খারাপ কর্ম করা এবং সুরা পান।
[viii] শতপথ ব্রাহ্মণ ৫।১।২
[ix] সন্দর্ভ সাধ্যায় - স্বামী বেদানন্দ তীর্থ মন্ত্র সংখ্যা ১২২