https://www.idblanter.com/search/label/Template
https://www.idblanter.com
BLANTERORBITv101

গীতা বিশ্লেষনঃ ২০ - শাস্ত্র বিরুদ্ধ কর্ম সম্বন্ধে গীতাই কি বলা আছে?

Monday, May 22, 2017

প্রশ্ন - শাস্ত্র বিরূদ্ধ কর্মের কথা গীতায় কি বলা আছে? একাদশী বা কঠিন ব্রত করার কথা গীতায় কি বলা আছে?
উত্তর- গীতায় কি আছে তা আপনারাই বিচার করে দেখুন-
"দম্ভ, অহংকার,  কামনা ও  আসক্তি যুক্ত হয়ে যে সকল অবিবেকী ব্যক্তি শরীরের ভূতসমূহকে ও

অন্তর্যামি রূপে দেহমধ্যস্থ আত্মাকে কষ্ট দিয়ে
শাস্ত্র বিরূদ্ধ যে সকল ঘোর তপস্যা অনুষ্ঠান করে, তাদেরকে নিশ্চিত ভাবে আসুর বা আসুরিক
বুদ্ধি বিশিষ্ট বলে জানবে।"
(গীতা ১৭।৫-৬)
"অবিবেকবশত নিজ শরীরের ইন্দ্রিয়কে কষ্ট দিয়ে বা অপরের উচ্ছেদের জন্য যে তপস্যা করা হয় তাকে তামসিক তপস্যা বলে।"
(গীতা ১৭।১৯)
বর্তমানে বেদ, উপনিষদ ও গীতা শাস্ত্র বর্হিভূত বিভিন্ন ভেজাল বই, যা কিনা শাস্ত্র বলে বাজারে চলছে এবং মানুষও তা পড়ছে ও মানছে। এগুলো মেনে তারা বেদ, উপনিষদ ও গীতা শাস্ত্র বহির্ভূত বিভিন্ন কঠিন ব্রত, উপবাস ও তপস্যা করেছে। যার ফলে তারা নানা রকমের অনাচার ও পাপ কাজ করছে এবং রোগ শোকে আক্রান্ত হয়ে কষ্ট পাচ্ছে।
একাদশীও ঐরূপ একটি, কারণ এতে কামনা ও আসক্তি আছে, এই ব্রত পালন করার ফলে শরীরের ইন্দ্রিয় ও আত্মা কষ্ট পায়। এই একাদশীর কথা বেদ, উপনিষদ ও গীতাতে নেই, এছাড়া এটা শাস্ত্র বিরূদ্ধও।
অনেকে আমার এই কথার সাথে কুতর্ক করে বলতে পারে যে একাদশীতে কোন কামনা ও আসক্তি নেই। তাদের প্রতি আমি এটুকুই বলবো যে, একাদশীর নামগুলোর দিকে লক্ষ করলেই বুঝা যাবে যে এগুলোতে কামনা ও আসক্তি আছে কিনা। প্রমাণ দেখুন -
একাদশী ২৪প্রকারের, এদের মধ্যে
কয়েকটার কথা উল্লেখ করা হল, যথা- ধনদা
একাদশী (ধন সম্পর্তি পাওয়ার কামনা ও আসক্তি), পুত্রদা একাদশী (পুত্র পাওয়ার কামনা ও আসক্তি), কামদা একাদশী (কাম্যবস্তু পাওয়ার আসক্তি), নির্জ্জলা একাদশী
( জৈষ্ঠ মাসের শুক্ল পক্ষে যখন এক ঘন্টাকাল জল না পেলে মানুষ ব্যাকুল হয়ে পড়ে, তখন
ব্রতকারীদের দারুণ কষ্ট উপস্তিত হয়। এটা কি শরীরকে কষ্ট দিয়ে শাস্ত্র বহির্ভূত উপবাস বা ব্রত
নয়?) ইত্যাদি কামনা ও আসক্তিতে পরিপূর্ণ কষ্টকর ব্রত বা উপবাস বা তপস্যা, যা গীতা বিরূদ্ধ।
তাহলে কেন আমরা অযথা বেদ, উপনিষদ ও গীতা বর্হিভূত একাদশী বা অন্যান্য ব্রত বা উপবাস করব এবং রোগাক্রান্ত হবো ও কষ্ট
ভোগ করবো?