প্রজাবতীঃ পুরুরূপা ইহ স্যুরিন্দ্রায় পূর্বীরূষসো দুহানাঃ।। ১।।
সরলার্থঃ গাভী আমাদের লক্ষ্য করে আসে এবং আমাদের কল্যাণ করে, গোশালায় অবস্থান করে এবং এই গাভী আমাদের ক্ষীর আদি প্রদান করে আনন্দিত করে। উত্তম বাছুড়বতী শ্বেত, কৃষ্ণ, অরুণ আদি অনেক বর্ণবিশিষ্ঠ গাভী আমাদের ঘরে সমৃদ্ধ হোক, এই গাভী বহু উষাকাল পর্যন্ত সেই প্রভূর হবির জন্য দুগ্ধের দোহন [প্রপূরণ] কারী হোক।।১।।
ইন্দ্রো যজ্বনে গৃণতে শিক্ষত উপেদ্দদাতি স্বং মুষায়তি।
ভূয়োভূয়ো রয়িমিদস্য বর্ধয়ন্নভিন্নে খিল্যে নি দধাতি দেবয়ুম্।।২।।
সরলার্থঃ যজ্ঞশীল পুরুষের জন্য এবং স্তবন কারী মনুষ্যের জন্য প্রভূ শিক্ষা দান করেন, প্রভূ নিশ্চয়রূপে এই যজনশলীল স্তোতার জন্য এই গাভীকে সমীপতা দ্বারা প্রাপ্ত করায় এবং এই যজনশীলের ধন অপহরন করেন না। প্রভূ অধিক থেকে অধিক এই স্তোতার ধন কে নিশ্চয়ই বৃদ্ধি করে এই দিব্যগুণের কামনাকারী পুরুষ কে দুঃখ থেকে বাসনা থেকে অহন [অনাক্রান্ত] স্বর্গলোকে স্থাপিত করেন।।২।।
ন তা নশন্তি ন দভাতি তস্করো নাসামামিত্রো ব্যথিরা দধর্ষতি।
দেবাংশ্চ যাভির্যজতে দদাতি চ জ্যোগিত্তাভিঃ সচতে গোপতিঃ সহ।।৩।।
সরলার্থঃ প্রভূ কর্তৃক প্রদত্ত গাভী নষ্ট না হোক চোর ইহাকে হিংসিত না করুক এই গাভীর শত্রু দ্বারা কৃত ব্যাথাজনক আয়ুধ ইহাকে পীড়িত না করুক এবং যেই গাভীর দ্বারা ক্ষীর আদি হবি কে প্রাপ্ত করে দেবযজ্ঞ করা হয় এবং যেই গাভিকে দক্ষিণারূপ দেওয়া হয় সেই গাভীর সাথে এই গাভীর রক্ষাকারী যজ্ঞশীল পুরুষ নিশ্চয়রূপে চিরকাল পর্যন্ত সমবেত হয় [ সেই গাভী থেকে কখনো পৃথক না হয়]।। ৩।।
ন তা রেণুককাটোহশ্নুতে ন সংস্কৃতন্নমুপ যন্তি তা অভি।
উরুগায়মভয়ং তস্য তা অনু গাবো মর্তস্য বি চরন্তি যজ্বনঃ।।৪।।
সরলার্থঃ সেই গাভী কে হিংসক পদাঘাত দ্বারা ধুলিকা উদভেদক ব্যাঘ্র আদি হিংসক পশু না প্রাপ্ত হোক ,সেই গাভী মাংসপাচক পুরুষের না প্রাপ্ত হোক সেই গাভী তো সেই যজ্ঞশীল পুরুষের জন্য বিস্তীর্ণ গমনশীল - বিশাল ভয়রহিত দেশকে লক্ষ্য করে বিচরন করে।।৪।।
গাবো ভগো গাব ইন্দ্রো ম ইচ্ছাদ্রাবঃ সোমস্য প্রথমস্য ভক্ষঃ।
ইমা যা গাবঃ স জনাস ইন্দ্র ইচ্ছামি হৃদা মনসা চিদিন্দ্রম্।।৫।।
সরলার্থঃ গাভীই পুরুষের ধন ও সৌভাগ্য, অতঃ প্রভূ আমার জন্য গাভী প্রদানের কামনা করেন, এই গো দুগ্ধই মুখ্য হবির মধ্যে শ্রেষ্ঠ সোমের ভোজন হয়ে থাকে। হে মনুষ্য! এই যে গাভী তিনিই ইন্দ্র, হৃদয় দ্বারা এবং নিশ্চয়পূর্বক মন দ্বারা সেই ইন্দ্র কে প্রার্থনাকারী হই।।৫।।
য়ুয়ুং গাবো মেদযথা কৃশং চিদশ্রীরং চিৎকৃণুথা সুপ্রতীকম্।
ভদ্রং গৃহং কৃণুথ ভদ্রবাচো বৃহদ্ধো বয় উচ্যতে সভাসু।।৬।।
সরলার্থঃ হে গাভী! তুমি নির্বল শরীর কে দুধ দধি দ্বারা হৃষ্ট পুষ্ট করে দাও অশোভন অঙ্গযুক্ত পুরুষকে শোভন অঙ্গযুক্ত করো। হে কল্যাণবাককযুক্ত গাভী! আমাদের ঘর কল্যাণযুক্ত করো, সভার মধ্যে তোমার দুগ্ধ দধি অন্ন অনেক প্রসংশিত।।৬।।
প্রজাবতীঃ সূয়বসে রূশন্তীঃ শুদ্ধা অপঃ সুপ্রপাণো পিবন্তীঃ।
মা ব স্তেন ঈশত মাঘশংসঃ পরি বো রুদ্রস্য হেতির্বৃণক্তু।।৭।।
সরলার্থঃ হে গাভী! উত্তম বাছুড় যুক্ত শোভন তৃণযুক্ত দেশে শোভা দান করে উত্তম জল পান করার স্থানে নির্মল জলের পানকারী তোমাদের চোর না ছিনিয়ে নেয় এবং পাপকর্মা পুরুষ তোমাকে বশ না করে । তোমাদের রুদ্র পরমেশ্বরের বা পশুপালকের আয়ুধ, বজ্র সদা সব প্রকারে রক্ষা করে।।৭।।
।।গো সুক্ত সমাপ্ত।।
রুদ্র সুক্ত পোষ্ট করুন। তবে ভালো উপকৃত হবে সকলে
ReplyDelete