https://www.idblanter.com/search/label/Template
https://www.idblanter.com
BLANTERORBITv101

বৈদিক ঈশ্বর বনাম সেমেটিক সৃষ্টিকর্তা :পর্ব ৫-দাসপ্রথা

Monday, December 17, 2018

বাইবেলে গোলাম বা দাস প্রথা

তুমি যদি ইব্রীয় দাস ক্রয় করো তবে সে ছয় বছর দাসত্ব করার পর বিনামূল্যে মুক্তি পাবে। নির্গমন ২১:

যদি দাসটি বিবাহিত না হয় তাহলে তার মনিব তাকে বিয়ে দিতে পারে। সে যদি পুত্র অথবা কন্যা ধারণ করে তাহলে সে এবং তার ছেলেমেয়েরা মনিবের অধিকারভুক্ত হবে এবং সে নিজে মনিবের কাছে থাকবে এবং দাসের নিজের কর্মকাল শেষ হবার পর সে একা মুক্তি পাবে। নির্গমন ২১:

কখনও কখনও মনিব তার পুরুষ বা স্ত্রী দাসদের প্রহার করে থাকে, যদি এই প্রহারে দাসটি মারা যায় তবে তার ঘাতক শাস্তি পাবে। নির্গমন ২১:২০

কিন্তু যদি দাসটি মারা না গিয়ে কয়েকদিন বাদে সেরে ওঠে তবে তার মনিবকে কিছু বলা হবে না কারণ সে তার দাসের জন্য অর্থ ব্যয় করে থাকে এবং সে দাসটি তার সম্পত্তি। নির্গমন ২১:২১

এরকম হলে তোমরা সেই ক্রীতদাসকে তোমাদের দরজায় কান রাখতে বলো এবং একটি ধারালো যন্ত্রের সাহায্যে তার কানে ফুটো করো। এর থেকেই বোঝা যাবে যে সে চিরকালের জন্য তোমাদেরই ক্রীতদাস। যে ক্রীতদাসী তোমাদের সঙ্গে থাকতে চায় তার জন্যও এই ব্যবস্থা। দ্বিতীয় বিবরণ :

ক্রীতদাসরা, তোমরা তোমাদের এই জগতের মনিবদের ভয় শ্রদ্ধার সঙ্গে মান্য করো৷ তোমরা যেমন খ্রীষ্টের বাধ্য তেমনি আন্তরিকভাবে সত্য হৃদয়ে তাদেরও বাধ্য হও৷ এফেসীয় :

ক্রীতদাসরা, তোমাদের মনিবদের সব বিষয়ে মান্য করবে৷ তাঁরা দেখুন বা না দেখুন তোমরা সব সময় তাঁদের বাধ্য থেকো এতে তোমরা মানুষকে খুশী করতে নয় কিন্তু প্রভুকেই খুশী করতে চেষ্টা করছ, সুতরাং সততার সঙ্গে মনিবদের মান্য করো, কারণ তোমরা প্রভুকে সম্মান করো৷ কলসীয় :২২

দাসেরা, তোমরা অবশ্যই তোমাদের মনিবদের সম্মান করবে এবং তাদের অনুগত থাকবে৷ কেবল দয়ালু ভাল মনিবদের নয়, নিষ্ঠুর প্রকৃতির মনিবদেরও বাধ্য হও৷ পিতরের ১ম পত্র :১৮

তোমরা এমনকি তোমাদের মৃত্যুর আগে এই সমস্ত বিদেশী দাসদের তোমাদের ছেলেমেয়েদের হেফাজতে দিয়ে যেতে পারো, ইস্রায়েলেতে তারা তোমাদের ছেলেমেয়েদের অধিকারে থাকে। তারা চিরকালের জন্য তোমাদের দাস হবে। তোমরা এইসব বিদেশীদের দাস বানাতে পারো; কিন্তু তোমরা অবশ্যই তোমাদের নিজেদের ভাইদের, ইস্রায়েলের লোকদের নির্দয় মনিব হবে না। লেবীয়পুস্তক ২৫:৪৬

মন্তব্য দেখুন বাইবেল না কেবল গোলামপ্রথার সমর্থন করে বরং দাসেদের সঙ্গে অমানবিক বর্বরতা পূর্ণ ব্যবহারের অনুমতিও দেয়
বেদে মানবতা 
দৃতে দৃংহ মা মিত্রস্য মা চক্ষুষা সর্বাণি ভূতানি সমীক্ষন্তাম্ 
মিত্রস্যাহং চক্ষুষা সর্বাণি ভূতানি সমীক্ষে। মিত্রস্য চক্ষুষা সমীক্ষামহে।। 
(যজুর্বেদ ৩৬/১৮)
ভাবার্থ সমস্ত প্রাণী যেন আমাদের মিত্রের দৃষ্টিতে দেখে, আমিও যেন সব প্রাণীকে মিত্রের দৃষ্টিতে দেখি। এই ভাবে আমারা সবাই যেন একসাথে মিলেমিশে থাকতে পারি,সে বিষয়ে আমাদের দৃঢ় করুন।

সহৃদয়ং সাংমনস্যমবিদ্বেষং কৃণোমি বঃ।
অন্যো অন্যমভি হর্য়ত বত্সং জাতমিবাঘ্ন্যা।। 
(অথর্ববেদ /৩০/)
ভাবার্থ হৃদয়ের প্রেম পূর্বক ভাবনা(সহৃদয়তা), মনের শুভ বিচার, সামঞ্জস্য এবং অবিদ্বেষ স্থাপন করো। সকলে একে অপরকে ভালোবাসো।

সমানী আকুতিঃ সমানা হৃদয়ানি বঃ। 
সমানমস্তু বো মনো য়থা বঃ সুসহাসতি।। 
(ঋকবেদ ১০/১৯১/)
ভাবার্থ সকল প্রাণীর প্রতি তোমার হৃদয় আদর এবং প্রেমভাব দ্বারা পূর্ণ হোক। তোমাদের সকলের হৃদয়,মন পরস্পর সমান হোক