https://www.idblanter.com/search/label/Template
https://www.idblanter.com
BLANTERORBITv101

বৈদিক ঈশ্বর বনাম সেমেটিক সৃষ্টিকর্তা :পর্ব ১০ -বাইবেলের ঈশ্বরের দূতদের দ্বারা নরসংহার

Tuesday, December 18, 2018

দায়ূদ তাঁর লোকদের নিয়ে পলেষ্টীয়দের সঙ্গে যুদ্ধ করতে গেলেন। তিনি 200 জন পলেষ্টীয়কে হত্যা করলেন। আর তাদের লিঙ্গত্বক শৌলকে উপহার দিলেন। তাঁকে রাজার জামাতা হবার জন্য, এই মূল্য দিতে হল। শৌলের কন্যা মীখলের সঙ্গে দায়ূদের বিয়ে হয়ে গেল। ১ সামূয়েল ১৮:২৭



শেষ পর্যন্ত য়েহূ ইস্রায়েলে বসবাসকারী আহাবের পরিবারের সমস্ত সদস্য, আহাবের ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বন্ধুবান্ধব, যাজকবর্গ সকলকেই হত্যা করলেন। আহাবের কোন নিকট জনই রক্ষা পেল না। ২ রাজা ১০:১১

প্রভু ইস্রায়েলীয়দের সেই শহর ও শহরের রাজাকে পরাজিত করতে দিলেন। সেই শহরের প্রত্যেকটা লোককে ইস্রায়েলীয়রা হত্যা করেছিল। কোনো লোকই বেঁচে রইল না। আর লোকরা য়িরীহোর রাজার য়ে দশা করেছিল, সেই শহরের রাজারও সেই দশা করল। যোশুয়া ১০:৩০
প্রভু তাদের লাখীশ জয় করতে দিলেন। দ্বিতীয় দিনে তারা শহর অধিকার করল। ইস্রায়েলের লোকরা শহরের প্রত্যেকটা লোককে হত্যা করল। লিব্নার মতো এখানেও তারা একই কাজ করেছিল।যোশুয়া ১০:৩২

এই শহরটা ছাড়াও হিব্রোণের লাগোয়া কয়েকটা ছোটখাটো শহরও তারা অধিকার করল। শহরের প্রত্যেকটা লোককে তারা হত্যা করল। কেউ সেখানে বেঁচে রইল না। ইগ্লোনের মতো এখানেও সেই একই ঘটনা ঘটল। তারা শহর ধ্বংস করে সেখানকার সব লোককে হত্যা করেছিল। যোশুয়া ১০:৩৭

এলিয় তখন বললেন, “বাল মূর্ত্তির সমস্ত ভাববাদীদের ধরে নিয়ে এসো। একটাও যেন পালাতে না পারে।তখন সবাই মিলে ঐ সমস্ত ভাববাদীদের ধরে নিয়ে এল। এলিয় তাদের কীশোনের খাঁড়িতে নিয়ে গিয়ে হত্যা করলেন। ১ রাজা ১৮:৪০

ইলীশায় মাথা ঘুরিয়ে তাদের দিকে দেখলেন, তারপর প্রভুর নামে তাদের অভিশাপ দিলেন। তখন জঙ্গল থেকে হঠাৎ দুটো বিশাল ভাল্লুক বেরিয়ে এসে সেই 42 জন বালককে তীব্র ভাবে ক্ষত-বিক্ষত করে দিল। ২ রাজা ২:২৪

সেই সময় রাজা সীহোনের সব শহরগুলোই আমরা অধিকার করেছিলাম। প্রত্যেক শহরের সমস্ত লোকদের, সকল পুরুষদের, স্ত্রীলোকদের এবং ছোট ছোট শিশুদের আমরা সম্পূর্ণরূপে ধ্বংস করেছিলাম। আমরা কাউকেই জীবিত ছেড়ে দিই নি!দ্বিতীয় বিবরণ ২:৩৪

শমূয়েল অগাগকে বলল, “তোমার তরবারি কত মায়ের কোল খালি করেছে। এবার তোমার মায়েরও সেই দশা হবে।এই বলে শমূয়েল গিল্গলে প্রভুর সামনে অগাগকে টুকরো টুকরো করে কেটে ফেলল। ১ সামূয়েল ১৫:৩৩

মন্তব্য যে ঈশ্বরের দূতেরা এরকম নিষ্ঠুর সেই জাতি কতটা বর্বর পাঠকগণ আপনারাই বিচার করুন।


বেদে অহিংসা

দৃতে দৃংহ মা মিত্রস্য মা চক্ষুষা সর্বাণি ভূতানি সমীক্ষন্তাম্। 
মিত্রস্যাহং চক্ষুষা সর্বাণি ভূতানি সমীক্ষে। মিত্রস্য চক্ষুষা সমীক্ষামহে।। 
(যজুর্বেদ ৩৬/১৮)
ভাবার্থ সমস্ত প্রাণী যেন আমাদের মিত্রের দৃষ্টিতে দেখে, আমিও যেন সব প্রাণীকে মিত্রের দৃষ্টিতে দেখি। এই ভাবে আমারা সবাই যেন একসাথে মিলেমিশে থাকতে পারি,সে বিষয়ে আমাদের দৃঢ় করুন।


সহদয়ং সাংমনস্যমবিদ্বেষং কৃণোমি বঃ। 
অন্যো অন্যমভি হর্য়ত বত্সং জাতমিবাঘ্ন্যা।। 
(অথর্ববেদ ৩/৩০/১)
ভাবার্থ হৃদয়ের প্রেম পূর্বক ভাবনা(সহৃদয়তা), মনের শুভ বিচার, সামঞ্জস্য এবং অবিদ্বেষ স্থাপন করো। সকলে একে অপরকে ভালোবাসো।


সধ্রীচীনান্বঃ সংমনসস্কৃণোম্যেকশ্নুষ্টীন্ত্সংবননেন সর্বান্। 
দেবা ইবামৃতং রক্ষমাণাঃ সায়ংপ্রাতঃ সৌমনসো বো অস্তু।। 
(অথর্ববেদ ৩/৩০/৭)
ভাবার্থ বাড়িতে সকলে একসাথে মিলেমিশে কাজ করো, অমৃতের রক্ষাকারী দেবতাদের সমান প্রাতঃ-সায়ং কাল পর্যন্ত পরস্পর প্রেমের সহিত থাকবে।


সং গচ্ছধ্বং সং বদধ্বং সং বো মনাংসি জানতাম্। 
দেবা ভাগং য়থা পূর্বে সংজানানা উপাসতে।। 
(ঋকবেদ ১০/১৯১/২)
ভাবার্থ হে মনুষ্য! তোমরা একসঙ্গে চল, একসঙ্গে মিলিয়া আলোচনা কর, তোমাদের মন উত্তম সংস্কার যুক্ত হউক। পূর্ব্বকালীন জ্ঞানী পুরুষেরা যেরূপ কর্ত্তব্য কর্ম্ম সম্পাদন করিয়াছেন তোমরাও সেইরূপ কর।

মা নো বধায় হত্নবে জিহীল্লানস্য রীরধঃ। 
মা হৃণানস্য মণ্যবে।। 
(ঋকবেদ ১/২৫/২)
ভাবার্থ হে বরুণ! যাঁরা ঘৃণা করে অথবা মারামারি করে তাদের বধ করার জন্য আমাদের সিদ্ধ করবেন না।

🙏🙏🙏 নমস্কার 🙏🙏🙏