https://www.idblanter.com/search/label/Template
https://www.idblanter.com
BLANTERORBITv101

বৈদিক ঈশ্বর বনাম সেমেটিক সৃষ্টিকর্তা :পর্ব ১১-বাইবেলে নির্দোষীদের শাস্তি

Friday, December 28, 2018


“প্রভু এ কথাই বলেন: ‘আমি তোমাকে সমস্যায় ফেলব। এই সমস্যা তোমার নিজের পরিবার থেকেই আসবে। আমি তোমার স্ত্রীদের তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবো এবং তোমারই ঘনিষ্ঠ বন্ধুদের একজনকে দিয়ে দেব। সে তাদের সঙ্গে শয়ন করবে এবং প্রত্যেকে তা দিনের আলোর মত জানতে পারবে। ২ সামূয়েল ১২:১১


কিন্তু তুমি এমন কাজ করেছ যাতে প্রভুর বিরোধীরা তাঁর ওপর থেকে শ্রদ্ধা হারিয়েছে। তাই তোমার শিশু সন্তান মারা যাবে। ২ সামূয়েল ১২:১৪

শমরিয়া অবশ্যই শাস্তি পাবে। কারণ সে তার ঈশ্বরের বিরুদ্ধে গেছে। ইস্রায়েল জাতি তরবারির সাহায্যেই নিহত হবে। তাদের সন্তানদের টুকরো টুকরো করে ছিন্ন করে দেওয়া হবে। তাদের গর্ভবতী মেয়েদের ছিঁড়ে ফেলা হবে।” হোসেয়া ১৩:১৫,১৬

তোমরা তার ছেলেমেয়েদের হত্যার জন্য নিজেদের প্রস্তুত কর। তাদের হত্যা কর কারণ তাদের পিতা দোষী। তার ছেলেমেয়েরা আর কখনোই দেশের শাসন কর্তৃত্ব হাতে নিতে না পারে। তার ছেলেমেয়েরা আবার কখনও পৃথিবীটাকে তাদের নিজেদের শহরে ভরিয়ে ফেলতে পারবেনা। ইসাইয়া ১৪:২১

প্রভু সর্বশক্তিমান বললেন, “আমি বিখ্যাত শহর বাবিলের খ্যাতিকে শেষ করব। আমি এখানকার লোকদের বিরুদ্ধে যুদ্ধ করব। আমি বাবিলের সমস্ত লোককে ধ্বংস করব। আমি তাদের ছেলেমেয়েদের, তাদের পৌত্র-পৌত্রীদের এবং তাদের প্রপৌত্র-পৌত্রিদের ধ্বংস করব।” প্রভু নিজে একথাগুলি বলেছেন। ইসাইয়া ১৪:২২

শএুরা বাবিলের লোকদের তাড়া করবে এবং যে ধরা পড়বে তাকেই তারা তরবারি দিয়ে হত্যা করবে। তাদের বাড়িগুলি লুণ্ঠিত হবে। তাদের স্ত্রীরা ধর্ষিত হবে।আর তাদের চোখের সামনেই তাদের ছোট ছোট ছেলেমেয়েদের পিটিয়ে পিটিয়ে হত্যা করা হবে। ইসাইয়া ১৩:১৫,১৬

ইস্রায়েল দেশের প্রতি বল, ‘প্রভু এই সব কথা বলেন: আমি তোমার বিরুদ্ধে! আমি খাপ থেকে তরবারি খুলে ভাল ও মন্দ সব লোককেই তোমার কাছ থেকে দূর করব! এজেকিয়েল ২১:৩

মন্তব্য⇒
পৃথিবীকে শান্তির বার্তা প্রচারের অহংকারী খ্রিস্টানদের পবিত্র পুস্তকে মারামারি,আতঙ্ক, অন্যায় এবং নির্দোষীদের শাস্তি এই সমস্ত কিছু দেখতে পাওয়া যায়।

যদি কোনো লোকর মাতাপিতা বৈধ ভাবে বিয়ে না করে থাকে তবে সেই লোকটি ইস্রায়েলের লোকদের সাথে প্রভুর উপাসনায় যোগ দিতে পারবে না এবং তার উত্তরপুরুষদের দশ পুরুষ পর্যন্ত কেউ উপাসনাকারীদের দলে যোগ দিতে পারবে না। দ্বিতীয় বিবরণ ২৩:২

বেদে নিরপরাধীদের প্রাণের রক্ষা

অনাগোহত্যা বৈ ভীমা কৃত্যে মা নো গামশ্বং পুরুষং বধীঃ। (অথর্ববেদ ১০/১/২৯)
ভাবার্থ➨ নিরপরাধীর বধ বড়োই ভয়ংকর। গোরু, ঘোড়া এবং মানুষের বধ করোনা।


অধা মন্যে শ্রত্তে অস্মা অধায়ি বৃষা চোদস্ব মহতে ধনায়। মা নো অকৃতে পুরুহুত য়োনাবিন্দ্র ক্ষুধ্যদভ্যো বয় আসুতিং দাঃ।। (ঋকবেদ ১/১০৪/৭)
ভাবার্থ➨ যাঁরা নিরপরাধ তাদের কখনো শাস্তি দিও না, তাদের লালন-পালন করে তাদের উন্নতি করো। পুরুষার্থ এর মাধ্যমে তাদের আনন্দিত করো।

মা নো বধীরিন্দ্র মা পরা দা মা নঃ প্রিয়া ভোজনানি প্র মোষীঃ। আণ্ডা মা নো মঘবঞ্ছক্র নির্ভেন্মা নঃ পাত্রা ভেত্সহজানুষাণি।। (ঋকবেদ ১/১০৪/৮)
ভাবার্থ➨ অন্যায়ভাবে কাউকে মেরোনা, কোনো ধার্মিক মানুষ থেকে বিমুখ না হয়ে, চুরি-ডাকাতি এই সমস্ত কিছু দোষরহিত হয়ে যেভাবে পরমেশ্বর দয়ার প্রকাশ করেছেন সেইরকম নিজের রাজ্যের কাজে প্রবৃত্ত হও। এরকম আচরণ ছাড়া প্রজা রাজা কেউ সন্তুষ্ট হতে পারেনা।

🙏🙏🙏 নমস্কার 🙏🙏🙏