https://www.idblanter.com/search/label/Template
https://www.idblanter.com
BLANTERORBITv101

বৈদিক ঈশ্বর বনাম সেমেটিক সৃষ্টিকর্তা :পর্ব ৮- নরবলি

Monday, December 17, 2018


বাইবেলে নরবলি
এক বিশেষ ধরণের উপহার আছে ইস্রায়েলে লোকরা প্রভুকে দেয় সেই উপহার একমাত্র প্রভুর অধিকারেই থাকে সেই উপহারকে কিনে নেওয়া বা বিক্রয় করা ইস্রায়েলে যাবে না
সেই উপহার থাকে প্রভুর অধিকারে সেই ধরণের উপহারের মধ্যে পড়ে মানুষ, প্রাণী এবং পারিবারিক সম্পত্তি থেকে আগত জমিপ্রভুর প্রতি বিশেষ ধরণের উপহার যদি কোন ব্যক্তি হয় তা হলে তাকে মুক্ত করা ইস্রায়েলে যাবে না সেই ব্যক্তিকে অবশ্যই নিহত হতে হবেলেবীয়পুস্তক ২৭:২৮,২৯

তোমরা এত বেশী ক্ষুধার্ত হবে যে তোমরা তোমাদের ছেলেদের এবং মেয়েদের ভক্ষণ করবে। লেবীয়পুস্তক ২৬:২৯

শএুরা নগর অবরোধ করে তোমাদের কষ্ট দিলে তুমি এতই ক্ষুধার্থ হবে যে নিজের ছেলে মেয়েদের খেতে শুরু করবে - প্রভু, তোমাদের ঈশ্বর, যে সন্তানদের দিয়েছিলেন তুমি তাদের দেহ ভোজন করবে। দ্বিতীয় বিবরণ ২৮:৫৩

শৌলের ছেলে-মেয়েদের মধ্যে থেকে সাতটি পুত্র আমাদের দাও। শৌল প্রভুর মনোনীত রাজা ছিল। তাই আমরা শৌলের গিবিয়া পর্বতে, প্রভুর সামনে তার ছেলেদের ফাঁসি দেব।রাজা দায়ূদ বললেন, “উত্তম, তাদের আমি তোমাদের হাতে সঁপে দেব। সামুয়েল ২১:

তোমাদের যারা দাবিয়ে রেখেছিল আমি তাদের নিজেদের মাংস খেতে বাধ্য করব। দ্রাক্ষারস পান করে মাতাল হবার মত তারা তাদের নিজেদের রক্ত খেয়ে মাতাল হবে। তখন সবাই জেনে যাবে যে প্রভু তোমাদের পরিত্রাতা। প্রত্যেকটি লোক জেনে যাবে যে যাকোবের শক্তিশালীএকজনতোমাদের রক্ষা করেছিলেন।ইসাইয়া ৪৯:২৬

শএু তার সৈন্যবাহিনী নিয়ে শহর ঘিরে ফেলবে। সৈন্যরা লোকদের খাদ্যের সন্ধানে শহরের বাইরে য়েতে দেবে না| ফলে তারা অনাহারে কষ্ট পাবে। অনাহারে যন্ত্রণায় তারা তাদের নিজের সন্তানদের শরীর ছিঁড়ে খাবে। এবং তারপর তারা নিজেরাই একে অন্যের মাংস ছিঁড়ে খাবে। যেরেমিয়া ১৯:

তা যাকগে, “তোমার সমস্যাটা কি বলো?”মহিলা উত্তর দিলেন, “দেখুন মহিলাটি আমায় বলেছিল, ‘আজকে তোমার ছেলেটাকে দাও, মেরে খাওয়া যাক। কাল আমারটাকে খাওয়া যাবে।তখন আমরা আমার ছেলেটাকে সেদ্ধ করে খেলাম। আর পরের দিন আমি খাবার জন্য ওর ছেলেটাকে আনতে গিয়ে দেখি, ওর ছেলেটাকে লুকিয়ে ফেলেছে!” রাজা :২৮,২৯

এমনকি, সমস্ত সুন্দরী মায়েরা তাদের সন্তানদেরই খাদ্যের মতো রান্না করেছে। ওই শিশুগুলি তাদের মায়েদের খাদ্য হয়ে উঠেছিল। আমার লোকদের ধ্বংসের সময় এটা ঘটেছিল। বিলাপ-গাথা :১০

তাদের উপহারেই তাদের অশুচি হতে দিলাম। এমনকি তারা তাদের প্রথমজাত পুত্রদের বলি দিতে শুরু করল। যেন আমি তাদের ধ্বংস করি আর তারা জানে যে আমিই প্রভু।' এজেকিয়েল ২০:২৬

1,000 মেষ এবং 10,000 তেলের নদী পেয়ে কি প্রভু খুশী হবেন? আমার আত্মার জন্য পাপ নৈবেদ্য হিসেবে আমি কি আমার প্রথম সন্তানকে বলি দেব? আমার দেহের ফল, আমার সন্তানকে কি আমার আত্মার মূল্যস্বরূপ পাপ নৈবেদ্য দেওয়া উচিৎ? মিখা :

মন্তব্য নিজের স্বার্থ সিদ্ধির জন্য বাইবেলের ঈশ্বর নরবলি করতেও দ্বিধা বোধ করেনি। হাজারের বেশি পশুর বলি নিয়েও শান্তি হয়নি এইজন্য নরবলির বিধান দিয়েছেন

 বেদে নরবলি নিষিদ্ধ
য়ত্পুরুষেণ হবিষা য়জ্ঞং দেবা অতন্বত। 
অস্তি নু তস্মাদোজীয়ো য়দ্বিহব্যেনেজিরে। 
(অথর্ববেদ //)
ভাবার্থ মানুষের হবি দ্বারা যজ্ঞ করার থেকে ভালো যজ্ঞ না করা
ইয়ং মা হিংসীর্দ্বিপাদম্। 
(অথর্ববেদ ১৩//৪৭)
ভাবার্থ দ্বিপদী প্রাণীদের প্রতি তথা মানুষের প্রতি হিংসা করো না
অনাগোহত্যা বৈ ভীমা কৃত্যে মা নো গামশ্বং পুরুষং বধীঃ। 
(অথর্ববেদ ১০//২৯)
ভাবার্থ নিরপরাধীর বধ বড়োই ভয়ংকর। গোরু, ঘোড়া এবং মানুষের বধ করোনা