https://www.idblanter.com/search/label/Template
https://www.idblanter.com
BLANTERORBITv101

আর্যসমাজ ও রাজনীতি

Wednesday, March 27, 2019


মহর্ষি দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠিত আর্যসমাজ প্রকৃতপক্ষে একটা সামগ্রিক জীবনবিধানমূলক আন্দোলন। আর্যসমাজ শুধু ধর্মীয় সংগঠন না, সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সকল ক্ষেত্রে অংশগ্রহণ করে বৈদিক মত প্রচার ও মানুষকে বেদে আকৃষ্ট করা ই আর্যসমাজের লক্ষ্য।


এই লক্ষ্যে শুধু আর্যসমাজের অঙ্গসংগঠন DAV (Dayanand Anglo Vedic) Society নয়শ স্কুল, পচাত্তর কলেজ ও একটি বিশ্ববিদ্যালয় পরিচালনা করছে যেগুলোতে বৈদিক ও আধুনিক পদ্ধতিতে শিক্ষাদন করা হয়।

https://invalid.invalid/…/­D.A.V._College_Managi­ng_Committ…

আর্য বীর গণ রাজনৈতিক ক্ষেত্রেও নিজেদের দক্ষতা সমানতালে রেখেছেন। সর্বপ্রথম মহর্ষি দয়ানন্দ সরস্বতী ই স্বরাজের ডাক দিয়েছিলেন 1876 সালে।

https://­en.m.wikipedia.org/­wiki/­Dayananda_Saraswati
অথবা
https://­en.m.wikipedia.org/­wiki/Swaraj

স্বরাজের এই ধারণা ই পরবর্তীতে স্বাধীন ভারত স্থাপনে প্রেরণা যুগিয়েছে। মহর্ষি জীর এই ধারণা কে সারা মহারাষ্ট্রে জনপ্রিয় করেন লোকমান্য শ্রী বাল গঙ্গাধর তিলক।

সারা দেশে মহর্ষি জীর আদর্শ ছড়াতে কাজ করেন কংগ্রেসের আরেক সাবেক প্রধান আর্য বীর লালা লাজপৎ রায়।
In 1880, Lajpat Rai joined Government College at Lahore to study Law, where he came in contact with patriots and future freedom fighters, such as Lala Hans Raj and Pandit Guru Dutt. While studying at Lahore he was influenced by the Hindu reformist movement of Swami Dayanand Sarasvati, became a member of existing Arya Samaj Lahore (founded 1877) and founder editor of Lahore-based Arya Gazette.
https://­en.m.wikipedia.org/­wiki/Lala_Lajpat_Rai

এছাড়া আধুনিক মহারাষ্ট্রের জনক শ্রী মহাদেব গোবিন্দ রণাডে নিজেও আর্যসমাজের প্রতি অনুরক্ত ছিলেন।
আর্য বীর দের তালিকায় আরো আছেন শ্রী মদন লাল ঢিংড়া (প্রথম বৃটেনের বুকে কোনো অত্যাচারী ইংরেজ কে হত্যাকারী) , শ্রী ভগৎ সিং (যিনি যুবক বয়সে তাঁর দাদুর নিকট হতে আর্যসমাজের দীক্ষা লাভ করেন, তিনি অধ্যয়ন ও করেছেন DAV তে)।
বাংলার বিপ্লবী যুগের অগ্নিপুরুষ যোগী শ্রী অরবিন্দ ঘোষ ও দয়ানন্দজীর একনিষ্ট অনুসারী ছিলেন।
তাঁর প্রিয় তিনজন ব্যক্তির জীবনী নিয়ে তিনি 'বঙ্কিম তিলক দয়ানন্দ' নামে পুস্তক রচনা করেছেন। সেখানে তিনি বলেছেন,

বেদের ভাষ্যের ব্যাপারে আমি নিশ্চিত যে, শেষ পর্যন্ত বেদের যে পূর্ণাঙ্গ ব্যাখ্যা ই আসুক না কেন, দয়ানন্দজী প্রথম সঠিক পথের দিশারী হিসেবে সন্মানিত হবেন। পুরাতন যুগের অজ্ঞতার অন্ধকার ও দীর্ঘকাল ধরে চলে আসা ভুল বোঝাবুঝির ভেতর তাঁর চোখ ই সত্য অব্দি পৌঁছত পেরেছে এবং যা সবচেয়ে বেশি জরুরি তার প্রতি মনোযোগ দিয়েছে। তিনি সময়ের বন্ধ করা দরজার আবার খুঁজে পেয়েছেন এবং বন্দি হয়ে থাকা ঝর্ণার ধারা আবার খুলে দিয়েছেন সর্বসাধারণের জন্য।
( শ্রী অরবিন্দ - বঙ্কিম তিলক দয়ানন্দ)

ভারতের সুযোগ্য রাষ্ট্রপতি ও বিশিষ্ট দার্শনিক ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন 1964 সালের 24 শে ফেব্রুয়ারী বলেছিলেন,
Swami Dayananda ranked highest among the makers of modern India. He had worked tirelessly for the political, religious and cultural emancipation of the country. He was guided by reason, taking Hinduism back to the Vedic foundations. He had tried to reform society with a clean sweep, which was again need today. Some of the reforms introduced in the Indian Constitution had been inspired by his teachings.
" আধুনিক ভারতের স্থপতিগণের মধ্যে স্বামী দয়ানন্দে অবস্থান সর্বাগ্রে। তিনি অক্লান্তভাবে এই জাতির রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক মুক্তির জন্য কাজ করে গেছেন। তিনি সনাতন হিন্দুধর্ম কে বৈদিক মূলে নিয়ে গেছেন। তিনি চেষ্টা করেছিলেন সমাজকে একেবারে সবপ্রকার কলুষতা থেকে মুক্ত করতে, যা আজকের দিনেও সমান জরুরি। ভারতীয় সংবিধানে নেওয়া কিছু সংস্কার তাঁর শিক্ষণ দ্বারা ই অনুপ্রাণিত।"

রাজনৈতিক দল হিসেবে ভারতীয় কংগ্রেস হিন্দুত্ববাদীদের পক্ষ ত্যাগ করে পরিবারতান্ত্রিক হয়ে গেলে আর্যসমাজীরা আকৃষ্ট হয় সনাতন ধর্ম ও হিন্দু জাতির মুক্তির জন্য গঠিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ও ভারতীয় জনতা পার্টির দিকে।
ভারতীয় জনতা পার্টির বর্তমান সুযোগ্য নেতৃত্ব হিন্দু হৃদয় সম্রাট ভারতের সুযোগ্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নিজে ও আর্যসমাজের প্রতিষ্ঠাতা মহর্ষি দয়ানন্দ সরস্বতীর প্রতি শ্রদ্ধাশীল। স্বামীজীর 192 তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর ছবি


ভিডিও



গত অক্টোবর মাসে আয়োজিত আন্তঃরাষ্ট্রীয় আর্য প্রতিনিধি সভা উদ্বোধন করেন ভারতের সুযোগ্য রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ।





উত্তরপ্রদেশের সুযোগ্য মুখ্যমন্ত্রী ও আরেক হিন্দুত্ববাদী নেতা মহন্ত যোগী আদিত্যনাথের বক্তব্য দেখুন



আর্যসমাজের সুযোগ্য আচার্য DAV এর অধ্যাপক ও হিমাচল প্রদেশ রাজ্যের গভর্নর আচার্য দেবব্রত ও আরেক আর্য সমাজী সিকিমের গভর্নর গঙ্গা প্রসাদ ও উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠান সমাপন করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী রাজনাথ সিং।



আরো আর্যসমাজীর মাঝে আছেন বর্তমান যুগে যোগপ্রচারের পথীকৃৎ, যিনি মহর্ষি দয়ানন্দের স্বরাজের ধারণা কে ছড়িয়েছেন বাইরের কোম্পানিগুলোর থেকে ভারতবর্ষের অর্থনৈতিক মুক্তি লাভের জন্য, সেই যোগগুরু রামদেব ও তাঁর সঙ্গী আচার্য বালকৃষ্ণ।

রামদেবের গাওয়া আর্যসংগীত শুনুন



 নেপাল আর্যসমাজের শ্রী জগৎ মনি আর্য জীর একটা পোস্ট শেয়ার করছি এই ব্যাপারে




গতবছর বিশ্ব যোগ দিবস উপলক্ষে লন্ডনে আয়োজিত অনুষ্ঠানে ও তিনি মহর্ষি দয়ানন্দ সরস্বতীর কথা প্রচার করেন।



আর্যসমাজের এমন সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় সার্বিকভাবে সনাতনী জাতির মুক্তি নিয়ে কাজের জন্য বাংলাদেশ অগ্নিবীর সর্বদা গর্ব অনুভব করে।


বাংলাদেশ অগ্নিবীর
সত্য প্রকাশে নির্ভীক সৈনিক


  1. I was very pleased to find this site. I wanted to thank you for this great read!! I definitely enjoyed every little bit of it and I have you bookmarked to check out the new stuff you post.

    Indian Army Agniveer Recruitment 2022 Notification Out

    ReplyDelete