https://www.idblanter.com/search/label/Template
https://www.idblanter.com
BLANTERORBITv101

অথঃ সংগঠন সূক্তঃ (ঋগ্বেদ, মণ্ডলঃ ১০, সুক্তঃ ১৯১)

Friday, August 16, 2019


ও৩ম্ 
সংস॒মিদ্যু॑বসে বৃষ॒ন্নগ্নে॒ বিশ্বা॑ন্য॒র্য আ ।
ই॒ল়স্প॒দে সমি॑ধ্যসে॒ স নো॒ বসূ॒ন্যা ভ॑র ॥১

অর্থঃ- হে প্রভু! তুমি সর্বশক্তিমান, নির্মাণ করেছ এই সৃষ্টিকে। 
তব মহিমা গায় বেদাদিশাস্ত্র, সমৃদ্ধ কর এই ভূমিকে।। 

সং গ॑চ্ছধ্বং॒ সং ব॑দধ্বং॒ সং বো॒ মনাং॑সি জানতাম্ ।
দে॒বা ভা॒গং যথা॒ পূর্বে॑ সঞ্জানা॒না উ॒পাস॑তে ॥২
 
অর্থঃ- প্রেমপূর্বক চল সবাই, যেন মোরা জ্ঞানী হই। 
পূর্ব্বজ বিদ্বানদের অনুসরণে, কর্তব্য পালনে ব্রতী হই।। 

স॒মা॒নো মন্ত্র॒ঃ সমি॑তিঃ সমা॒নী স॑মা॒নং মনঃ॑ স॒হ চি॒ত্তমে॑ষাম্ ।
স॒মা॒নং মন্ত্র॑ম॒ভি ম॑ন্ত্রয়ে বঃ সমা॒নেন॑ বো হ॒বিষা॑ জুহোমি ॥৩
 
 
অর্থঃ- হোক মতামত সমান সবার, চিত্ত-মন সব এক হোক। একই মন্ত্রে যুক্ত সকলে, ভোগ্য পেয়ে সবে তৃপ্ত হোক।। 

স॒মা॒নী ব॒ আকূ॑তিঃ সমা॒না হৃদ॑য়ানি বঃ ।
স॒মা॒নম॑স্তু বো॒ মনো॒ যথা॑ ব॒ঃ সুস॒হাস॑তি ॥৪

অর্থঃ- হোক সবার হৃদয় তথা সংকল্প অবিরোধী সদা। মন ভরে উঠুক পূর্ণপ্রেমে, বৃদ্ধি হোক সুখ সম্পদা।। 

ইতি সুংগঠন সূক্ত সমাপ্তম্ 

ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ