https://www.idblanter.com/search/label/Template
https://www.idblanter.com
BLANTERORBITv101

সূর্য থেকেও চাঁদ বড় ! - বলছে পুরাণ

Wednesday, September 15, 2021


বৈদিক সনাতন ধর্মের সামাজিক প্রয়োগ ও বিজ্ঞান চর্চার অবক্ষয় শুরু হয় যখন মহাভারতের যুদ্ধ শেষ হয় । কালান্তরে আর্যভট্ট , চরক,  সুশ্রুত ,  ভাস্করাচার্যসহ অনেক সনাতনী বিজ্ঞানী এলেও সমাজে পুরাণের প্রভাবের কারণে তাদের আবিষ্কার ও গণিত নিয়ে চর্চা ব্যাপক প্রভাব ফেলতে পারেনি । 


অদ্যাবধি যখন আমরা এসব পুরাণ ত্যাগ করে বেদ ও বিজ্ঞান চর্চার কথা বলি তখন পৌরাণিক ভ্রাতাগণ পুরাণের এসব ভ্রান্তি
 অস্বীকার করেন । ফলশ্রুতিতে বিধর্মীগণ সাধারণ সনাতনীদের বিভ্রান্ত করে । 

অবশ্য এতে আমাদের সরল ভ্রাতাগণের দোষ দেওয়া যায় না । পরম্পরার নামে ভণ্ডামি ও নিজস্ব সাম্প্রদায়িক ব্যবসা টিকিয়ে রাখতে অধুনা কালে স্বঘোষিত দর্শনচর্চারীকারীগণ নানা কুব্যাখ্যা দিয়ে তাদের ভুলিয়ে রাখেন । সেসব ভণ্ডদের মুখোশ উন্মোচন করা হবে ক্রমশঃ তাদের পুরাণ থেকেই ।


আজকে আমরা দেখবো পুরাণে কোথায় কোথায় বলা হয়েছে চাঁদ সূর্য থেকেই বৃহৎ । অধিকাংশ পুরাণে চাঁদকে সূর্য থেকে দ্বিগুণ বড় বলা হয়েছে । 


ত্রিগুণস্তস্য বিস্তারো মণ্ডলঞ্চ প্রমাণতঃ।
দ্বিগুণঃ সূর্যবিস্তারাদ্বিস্তারঃ শশিনঃ স্মৃতঃ ॥
বায়ু পুরাণ ৫৩।৬২ 

- সূর্য বিস্তার অপেক্ষা চন্দ্র বিস্তার দ্বিগুণ । 




নবয়োজনসাহস্রো বিস্তারো ভাস্করস্য তু।
বিস্তারাত্র্রিগুণশ্চাস্য পরিণাহোঽথ মণ্ডলম্।
বিষ্কম্বো মণ্ডলস্যৈব ভাস্করাদ্ দ্বিগুণঃ শশী ॥
বায়ু পুরাণ ৫০।৬৩ 

- সূর্যমণ্ডল এই ভারতবর্ষের সুবিস্তৃত বর্গপরিমাণ সম।এক্ষণে উহার যোজন পরিমাণ শ্রবণ করুন।দিবাকরের বিস্তার নয় সহস্র যোজন;উহার বিশালতা বিস্তারের ত্রিগুণ,তার পর মণ্ডল;ইহাই হইল মণ্ডলের বর্গফল।চন্দ্রের পরিমাণ ইহার দ্বিগুণ।




বিষ্কম্ভান্ মণ্ডলাচ্চৈব ভাস্করাদ্ দ্বিগুণঃ শশী।
অতঃ পৃথিব্যা বক্ষ্যামি প্রমাণং যোজনৈঃ পুনঃ॥
মৎস্য পুরাণ ১২৪।৮

- ভাস্কর অপেক্ষা শশী দ্বিগুণ





দ্বিগুণঃ সূর্যবিস্তারাদ্বিস্তারঃ শাশিনঃ স্মৃতঃ॥
তুল্যস্তয়োস্তু স্বর্ভানুর্ভূত্বাধস্তাৎপ্রসর্পতি॥
লিঙ্গ পুরাণ পূর্বভাগ ৬১।২৯
- চন্দ্রের বিস্তার সূর্য বিস্তার অপেক্ষা দ্বিগুণ । 



আর চাঁদের রথের বর্ণনায় কি বলা আছে জানেন কি ? 



চাঁদের রথের ৩টা চাকা, ১০টা ঘোড়া, ঘোড়ার বল্গা একটা সাদা সাপ মৎস্য পুরাণ ১২৬.৪৭-৫১



বৈদিক বিজ্ঞান সম্পর্কে পড়ুন -