https://www.idblanter.com/search/label/Template
https://www.idblanter.com
BLANTERORBITv101

পৌরাণিক বিচিত্র গর্ভাধান বিজ্ঞান

Sunday, October 9, 2022

 


পুরাণে অপব্যাখ্যা করে বিজ্ঞান অন্বেষণকারীদের বিশেষ উপহার এই পোস্ট । এই অব্দি তারা যদিও পুরাণে মানুষের পেটে পশু-পাখি-শহর কিংবা আকাশে হাতির শুঁড় দিয়ে শিশির বা বৃষ্টির জবাব না দিতে পেরে প্রলাপ বকা শুরু করেছে । তাদেরই মান্য পরম্পরা(?) থেকে অনুবাদ দেওইয়ার পরেও কেবল শ্লোক দিয়ে এসব গৃহপালিত পণ্ডিতরা যেভাবে পলায়নে ব্যস্ত তা বিশেষ উপভোগ্য । ইউটিউব ভিডিও আর উইকিপিডিয়ার বাংলা অনুবাদ দিয়ে আসল শ্লোক নিয়ে আলোচনা থেকে দূরে সরিয়ে বাঘ মারার  দিবাস্বপ্নেরই ভঙ্গ হবে আজ  । আসুন পড়ি -


  • যাজ্ঞবল্ক্যের স্বপ্নদোষে বীর্যসিক্ত কাপড় পরিধানে তারই বোনের গর্ভধারণ - স্কন্দ পুরাণ আবন্ত্যখণ্ড রেবাখণ্ড [ ৫।৩।৪২।৮-২৪ ]

 

  • স্কন্দ পুরাণ ৩.৩.১৯.৬৪ - বীর্য পানে করে গর্ভধারণ
  • স্কন্দ পুরাণ ৩.৩.১৯.৬৫-৬৭ - মানব বীর্যপানে পশুর গর্ভধারণ
 
  • স্কন্দ পুরাণ আবন্ত্যখণ্ড রেবাখণ্ড [ ৫।৩।৫।২৯-৩২ ] - শিব ও উমার ক্রীড়ার ফলে উমার ঘাম থেকে এক কন্যা ও শিব যখন উমার স্তনদ্বয় মর্দন করছিলেন তখন শিবের ঘাম থেকে এক কন্যা জন্মে । 
 

 

 
 
  • স্কন্দপুরাণ প্রভাসখণ্ড - প্রভাসক্ষেত্রমাহাত্ম্য [ ৭.১.১০১. ৮-৯,২৭,৩৪-৩৫ ] শ্রীকৃষ্ণের পুত্র সাম্বের উপর তার ১৬০০০ পত্নীর অনুরাগ । মদ্যপানের ফলে সাম্বকে [ যে কিনা তাদের সতীনের পুত্র ] দেখে সেই পত্নীগণের Orgasm. 
 
 



  • বিষ্ণু পুরাণ ৪.২.১৩-১৭  - রাজা যুবনাশ্বের মন্ত্রপূত জল পান ও তিনি ছেলে হয়েও গর্ভধারণ করেন ও পেটের ডান দিক ভেদ করে সেই সন্তান [ মান্ধাতা ] প্রসব হয় । 
 



  • মহাভারত ১.৩.১৬ - সাপের শুক্রপান ও সেই সাপের পেটে জন্ম নেওয়া । 

মজার বিষয় এখানে হরিদাস লিখেছে নাগ জাতীয় স্ত্রী । এটা দেখে অনেকেই দেখায় যে এটা আসলে একটা উপজাতি জাতীয় বিষয় ।
 
 

 
 কিন্তু হরিদাসের পরবর্তী বাক্য ও নীলকণ্ঠ টীকায় দেখা যায় স্পষ্ট এটা তারা অলৌকিক বলে মেনেছে । অর্থাৎ এখানে বিকল্প কোন রূপক বলে কুযুক্তি দেওয়ার কোন সুযোগই নেই । তার থেকেও বড় আপত্তি এখানে নাগ জাতীয় কোন উপজাতি মেনেও যদি নেই শুক্র পান করে কীভাবে গর্ভ ধারণ সম্ভব  ? 

  • দেবীভাগবত ৫.২.২৭-৪৩ - রম্ভ ও স্ত্রী মহিষের গর্ভে মহিষাসুরের জন্ম । আবার কেউ যেন এই মহিষকে উপজাতি না বানান তাই দেবীভাগবত থেকেই শৃঙ্গ [ শিং ] এর উল্লেখও দেওয়া হলো । দেবিভাগবতের টীকাকার নীলকণ্ঠও একে পশুই বলেছে  । 
 




মজার বিষয় বরাহ পুরাণের ৯৫ অধ্যায়ে আবার বলা হয়েছে অসুকন্যা মাহিষ্মতী মহিষ রূপ ধারণ করে ঋষিদের ভয় দেখিয়ে মহিষ হওয়ার শাপ পায় । অর্থাৎ এতেও এটাই প্রমাণ হ্য যে রম্ভ মহিষীরূপী পশুর সাথেই যৌনসংসর্গ করেছিল । 
 

  • বরাহ পুরাণ ৯৫.২০-২১ -  ঋষির বীর্য পান করে মহিষীর মহিষাসুর প্রসব  । 

 
 
 
  • ব্রহ্মবৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ড ২০.৪৭-৬০ - মেনকার উরু ও স্তন দেখে ঋষির রেতঃস্খলন ও তা পান করে কলাবতির গর্ভধারণ ।