অপদাবি : মহর্ষি দয়ানন্দ সরস্বতী বলেছেন যারা মাংস ভক্ষণ ও মদ্যপান করে তাদের বীর্য্যে দুর্গন্ধ থাকে। উনি এসব বিজ্ঞানবিরুদ্ধ কথা কিভাবে জানলেন?
জবাব : প্রথমে দেখা দরকার মহর্ষি কি বলেছেন আর আপনি কি উপস্থাপন করছেন! কারণ আপনাদের যেকোনো দাবি চোখ বন্ধ করে বিশ্বাস করা কঠিন।

মহর্ষি দয়ানন্দ সরস্বতী সত্যার্থ প্রকাশের দশম সমুল্লাসে লিখেছেন —
যাহারা মাংস ভক্ষণ এবং মদ্যপান করে তাহাদের ❝শরীর❞ এবং "বীর্য্য আদি ধাতুও" ❝দুর্গন্ধ❞ "আদি দোষে" দূষিত হয়।

এখানে প্রসঙ্গতই, শরীর এবং বীর্য্যাদি (বীর্য ইত্যাদি) ধাতুর কথা বলে দুর্গন্ধাদি (দুর্গন্ধ ইত্যাদি) দোষের কথা বলেছেন।
অর্থাৎ, শরীরের জন্য দুর্গন্ধ পদের প্রয়োগ আর বীর্যাদির জন্য অন্যাদি পদ প্রযুক্ত হয়েছে।

শরীরের সাথে দুর্গন্ধ মানানসই হয়। আর মাংস খেলে গায়ে দুর্গন্ধ তো হয়ই। বীর্য্য ইত্যাদি বিভিন্ন ধাতু কোন দোষে দূষিত হয় তা উল্লেখ করেন নি। এটা এখানে আদি শব্দের প্রয়োগেই পরিষ্কার বোঝা যাচ্ছে। এভাবে লেখকরা অনেক সময়ই অল্প কথায় লিখে যান ; সব উল্লেখ করার প্রয়োজন মনে করেন না। কারণ তারা তো আর গুণে বসে নেই যে দুনিয়া-ভর্তি এত মূর্খ রয়েছে। বিদ্বানদের রচিত গ্রন্থ পড়তে যে ন্যূনতম যোগ্যতা লাগে সেটা এই গণ্ডমূর্খদের নেই।

মদ্য-মাংস খেলে শরীরে যে দুর্গন্ধ হয় সেই সংক্রান্ত কিছু রিসার্চ পেপারও দেওয়া হলো:

❝If you’re a fan of steak dinners, this is another body odor source to know about. When you eat red meat, it can release odorless proteins through perspiration. “But when these proteins mingle with skin bacteria, their odor intensifies,” Dr. Lee explains.❞

❝ We used a balanced within-subject experimental design. Seventeen male odor donors were on "meat" or "nonmeat" diet for 2 weeks wearing axillary pads to collect body odor during the final 24 h of the diet. Fresh odor samples were assessed for their pleasantness, attractiveness, masculinity, and intensity by 30 women not using hormonal contraceptives. We repeated the same procedure a month later with the same odor donors, each on the opposite diet than before. Results of repeated measures analysis of variance showed that the odor of donors when on the nonmeat diet was judged as significantly more attractive, more pleasant, and less intense. This suggests that red meat consumption has a negative impact on perceived body odor hedonicity.❞

অক্সফোর্ড একাডেমিক- এ দেওয়া এবিষয়ক সম্পূর্ণ রিসার্চ পেপারের সন্ধানসূত্র:
সুতরাং, মদ্যমাংস খেলে বীর্য্যাদি ধাতু দুর্গন্ধ যুক্ত হয় এমন দাবি বাঙ্গিরা করেছে ঋষির বাঙ্ময় সম্পর্কে তাদের অজ্ঞতার দরুন। এরপরও তারা তাদের দাবিতে অটল থাকলে এবারও তাদের জন্য দুঃসংবাদ রয়েছে।

মদ্যমাংস খেলে বীর্য দুর্গন্ধযুক্ত হয় তা চিকিৎসকরাই বলেছেন—

❝Eating certain foods — like asparagus, meats, and garlic — or drinking a lot of caffeine or alcohol can make your semen smell pungent.❞

এখন সেই সমস্ত বিকৃতমনা মাতৃভগ্নীগামীদের কাছে আমার প্রশ্ন যেসকল চিকিৎসক তাদের গ্রন্থাদিতে বা লেখনীতে বীর্য দুর্গন্ধযুক্ত হওয়ার কারণ লিপিবদ্ধ করেছে তারা সকলেই "তাসলিমা নাসরিনের" ন্যায় কি যৌনাঙ্গ লেহন করেছিল? যদি না করে থাকে এবং এর অকাট্য প্রমাণও যদি তাদের কাছে না থাকে তাহলে এমন হীন প্রশ্ন ও আক্ষেপের অবতারণা কেন?? চরক-সংহিতা,সুশ্রুত সংহিতা সহ আয়ুর্বেদাদি ভেষজবিদ্যার এবং চিকিৎসাবিদ্যার বিভিন্ন গ্রন্থও মহর্ষি অধ্যয়ন করেছিলেন। সহস্রাধিক গ্রন্থ সম্বন্ধে অবগত থাকা বিদ্বান শরীরবিদ্যা সম্পর্কিত এই তথ্য উল্লেখ করলে হীন মানসিকতা নিয়ে তার উপর নোংরা আক্ষেপ করা ছিঁচকে তস্করদের আদিধর্ম।
0 মন্তব্য(গুলি)