/////◑ ভণ্ডামিঃ ব্রজম = উক্ত কারণ সমূহকে সাংসারে প্রকাশ হইবার জন্য।
. ঋগ্বেদঃ ১.১০.৭
◑ বিশুদ্ধ অর্থঃ
১. ব্রজম = মেঘ
. নিরুঃ ৬.২.২
২. ব্রজম = মেঘ
. নিঘুঃ ১.১০
মন্তব্যঃ দেখুন স্বামী দয়ানন্দ সরস্বতীর (ব্রজম) শব্দের করা অর্থ আমাদের করা শাস্ত্র অনুযায়ী বিশুদ্ধ অর্থের সাথে মিলে না।/////



মহর্ষির সংস্কৃত ভাষ্যের হিন্দি ভাষ্যানুবাদ [ঋগ্বেদ—১।১০।৭] এ লেখা রয়েছে
(ব্রজম্) সমূহকে সংসারে প্রকাশের জন্য।( व्रजम् ) समूह को संसार में प्रकाश होने के लिये।
আর তারা লিখেছে— (উক্ত কারণ সমূহকে সাংসারে প্রকাশ হইবার জন্য )


যাইহোক, মূল প্রসঙ্গে ফেরা যাক—


[নাম০লি০অনু০ —২.৫.৪১]
অর্থাৎ ব্রজ অর্থ সমূহ ।





[ উ০ চ০—প্র+তম্ দ্রষ্টব্য]
এখানেও ব্রজ দ্বারা মহী তথা পৃথিবীকে নির্দেশ করে।

এভাবে ধারাবাহিকভাবে ব্রজম্ এর অর্থ সমূহ , সংসার বা জগত, জ্ঞান,প্রকাশ প্রভৃতি।

অর্থাৎ, ব্রজম্ অর্থ সমূহ বা জ্ঞান
ড. কৃষ্ণকান্ত বৈদিক মহর্ষির উক্ত সংস্কৃত ভাষ্যেরও অর্থ করেছেন — "समूहं ज्ञानं वा =समूह या ज्ञान को"
হিন্দিতে মহর্ষির ভাষ্যের যে সাধারণ অর্থানুবাদ করা হয়েছে সেখানে গৃহীত হয়েছে
—(ব্রজম্) সমূহকে সংসারে প্রকাশের জন্য।( व्रजम् ) समूह को संसार में प्रकाश होने के लिये।
এই সবগুলো অর্থ ব্যাকরণসম্মত। আর তার সূত্রও দেখানো হলো। কিন্তু বেদবাঙ্ময়েয গহনতা উপলব্ধি করতে অক্ষম ছিঁচকে মরু-তস্কররা লৌকিক ভাষার অর্থানুসন্ধানের ন্যায় মহর্ষির ভাষ্য প্রক্রিয়ার ক্রুটি খুঁজতে গিয়ে অন্ধকারেই হাতড়ে বেড়াবে
0 মন্তব্য(গুলি)