https://www.idblanter.com/search/label/Template
https://www.idblanter.com
BLANTERORBITv101

ঋগ্বেদ ১০।১৫১। শ্রদ্ধা সুক্ত

Friday, October 6, 2017

শ্রদ্ধয়াগ্নিঃ সমিধ্যতে শ্রদ্ধয়া হুয়তে হবিঃ।
শ্রদ্ধাং ভগস্য মূর্ধনি বচসা বেদয়ামসি।।১।।

সরলার্থঃ  শ্রদ্ধা দ্বারাই অগ্নি  যজ্ঞে প্রজ্জলিত হয় ,শ্রদ্ধার দ্বারাই যজ্ঞে হবি আহুতি দেওয়া হয়। আমরা বেদ বাণি দ্বারাই  শ্রদ্ধা কে ঐশ্বর্য্যের শিখর জানি।। ১।।


প্রিয়ং শ্রদ্ধে দদতঃ প্রিয়ং শ্রদ্ধে দিদাসতঃ।
 প্রিয়ং ভোজেষু যজ্বস্বিদং ম উদিতং কৃধি।।২।।

সরলার্থঃ হে শ্রদ্ধে! দানশীলের প্রিয় হও, হে শ্রদ্ধে! দান কামনাকারীর প্রিয় হও। ভোগার্থীর তথা যজ্ঞশীলের প্রিয় হও এই আমার উক্তিকে প্রিয় করো।।২।।

যথা দেবা অসুরেষু শ্রদ্ধামুগ্রেষু চক্রিরে।
এবং ভোজেষু যজ্বত্বস্মাকমুদিতং কৃধি।।৩।।

সরলার্থঃ যেমন  বিদ্বানেরা উগ্র বলবান পুরুষের উপর শ্রদ্ধা/ বিশ্বাস করে এই প্রকার ভোগার্থী  যজ্ঞশীল পুরুষের মধ্যে আমাদের বিশ্বাস্য এবং প্রিয় করো।। ৩।।

শ্রদ্ধাং দেবা যজমানা বায়ুগোপা উপাসতে।
শ্রদ্ধা হৃদয়্যহয়াকুত্যা শ্রদ্ধয়া বিন্দতে বসু।।৪।।

সরলার্থঃ বিদ্বান লোক  বায়ুর সমান পুরুষ দ্বারা রক্ষিত যজমান শ্রদ্ধা কে উপাসনা করে। তথা সব লোক হৃদয়ের সংকল্প দ্বারা শ্রদ্ধার সেবা করে, শ্রদ্ধাবান মানুষ শ্রদ্ধা দ্বারা ধন প্রাপ্ত করে।।৪।।

শ্রদ্ধাং প্রাতর্হবামহে শ্রদ্ধাং মধ্যর্ন্দিনং পরি।
শ্রদ্ধা সূর্যস্য নিম্রুচি শ্রদ্ধে শ্রদ্ধাপয়েহ নঃ।।৫।।

সরলার্থঃ  শ্রদ্ধার আমরা প্রাতকালে আহ্বান করি। শ্রদ্ধার মধ্যাহ্নে আহ্বান করি, সূর্যের অস্তকালেও শ্রদ্ধার আহ্বান করি, হে শ্রদ্ধে! আমাদের এই লোকে শ্রদ্ধাযুক্ত করো।।৫।।