
উত্তরঃ না। কিছু সময়ে পরে জন্মগ্রহন করে থাকে। এ সব ঈশ্বরের নিয়মে জীবাত্মা অাবর্তিত হতে থাকে।
প্রশ্নঃ প্রমান দেখাও??
উত্তরঃ যজু ৩৯/৬।।
ওম্। সবিতা প্রথমেহহন্নগ্নির্দ্বিতীয়ে বায়ুস্তৃতে অাদিত্যশ্চতুর্থে চন্দ্রমা পন্ঞ্চম ঋতুঃষষ্ঠে।।
মরুতঃ সপ্তমে বৃহস্পতিরষ্টমে মিত্রো নবমে বরুনো দশম ইন্দ্র একাদশে বিশ্বে দেবা দ্বাদশে।।
ওম্। সবিতা প্রথমেহহন্নগ্নির্দ্বিতীয়ে বায়ুস্তৃতে অাদিত্যশ্চতুর্থে চন্দ্রমা পন্ঞ্চম ঋতুঃষষ্ঠে।।
মরুতঃ সপ্তমে বৃহস্পতিরষ্টমে মিত্রো নবমে বরুনো দশম ইন্দ্র একাদশে বিশ্বে দেবা দ্বাদশে।।
পদার্থঃ
হে মনুষ্য! এই জীবকে ( প্রথমে) শরীর ত্যাগকরবার মুহুর্তে ( অহন্) দিন ( সবিতা) সূর্য্য ( দ্বিতীয়) দ্বিতীয় দিন ( অগ্নি) অগ্নি ( তৃতীয়ে) তিনে ( বায়ুঃ) বায়ু ( চতুর্থে) চতুর্থে ( অাদিত্যে) অাদিত্যে ( পন্ঞ্চমে) পন্ঞ্চমে (চন্দ্রমাঃ) চন্দ্রমা ( ষষ্ঠে) ষষ্ঠে ( ঋতুঃ) বসন্তাদি ঋতু ( সপ্তমে) সপ্তমে ( মরুতঃ) মনুষ্যাদি প্রানী ( অষ্টমে) অাটে ( বৃহস্পতি) সূত্রাত্মা বায়ুতে ( নবমে) নবমে(মিত্রঃ) প্রান ( দশম) দশে ( বরুনঃ) উদান্ ( একাদশে) এগার (ইন্দ্রঃ) বিজুলি এবং ( দ্বাদশে) বার দিনে ( বিশ্বে) সব ( দেবাঃ) দিব্য উত্তম গুন প্রাপ্ত হয়ে থাকে।
।।হে মনুষ্যগন! এই জীব স্থূল শরীর ত্যাগ করে প্রথম দিন সূর্য প্রকাশে,দ্বিতীয় দিন অগ্নিতে, তৃতীয় দিন বায়র মধ্যে,চতুূর্থ দিন অাদিত্যে★ অর্থাৎ মাসের মধ্য, পন্ঞ্চম দিন চন্দ্রমা,ষষ্ঠ দিন বসন্ত অাদি ঋতুতে, সপ্তম দিন মনুষ্যাদি প্রানীতে অষ্টম দিন সূত্রাত্মা বায়ুতে, নবম দিনে প্রানবায়ুতে, দশম দিনে উদান বায়ূতে, একাদশ দিনে বিদ্যুতে গমন পূর্বক ঐ সমস্ত পদার্থের মধ্য হতে নতুন স্থূল শরীরের উপযোগী দিব্য গুন সমুহে অাহরন করে দ্বাদশ দিনে সমগ্র দিব্যগুনে ভূষিত হইয়া গর্ভাশয়ে গমন পূর্বক জন্মগ্রহন করিয়া প্রসিদ্ধ হইয়া থাকে।
0 মন্তব্য(গুলি)