বেদ সনাতন ধর্মের ঈশ্বরীয় জ্ঞান প্রবাহ। যে
জ্ঞানের প্রবাহ আমাদের সমগ্র জীবন জুড়ে
রয়েছে। জীবনের আচার আচরনের সঠিক
সিদ্ধান্ত আমরা বেদ থেকেই পেয়ে থাকি। বেদই
আমাদের শ্লিল হবার শিক্ষা প্রদান করেন। তাই এটা
কখনো হতে পারে না যে, বেদ কখনো অশ্লিল
হবার নির্দেশ দিতে পারে।
আর আমরাও কখনো মানতেও পারবো না যে, ঈশ্বরীয় জ্ঞানে অশ্লিলতার ছোঁয়া থাকতে পারে। কিন্তু এমন
অনেক ভাষ্যকার রয়েছে যারা ঈশ্বরীয় জ্ঞানে
অশ্লিলতা অন্বেষনের চেষ্টা করেছেন। এমনই
একজন ভাষ্যকার হচ্ছে মহিধর। তিনি তার যজুর্বেদ
ভাষ্যের ২৩ তম অধ্যায়ে যেরূপ কুরুচিপূর্ণ ভাষ্য
করেছেন তা কোন সভ্য মানুষ নিতে পারবে না।
নিম্নে তার কিছু নমুনা দেখলে আপনারা সত্য উপলব্ধি
করতে পারবেন।মহীধর ভাষ্যের কদর্যতা এবং প্রকৃত অর্থ আমরা মহর্ষি দয়ানন্দ সরস্বতী রচিত ঋগ্বেদাদিভাষ্যভূমিকা গ্রন্থ থেকে তুলে ধরলাম যেখানে তিনি মহীধরের ভাষ্যকে ভুল প্রমাণ করে বিবিধ শাস্ত্রীয় প্রমাণ দ্বারা যথার্থ অর্থ নিরূপণ করেছেন এটি আপনি অনলাইনে বসেই পড়তে পারবেন যদি ছবি অস্পষ্ট দেখা যায় তবে ছবির ওপর ক্লিক করে প্রতি পাতা আলাদা করলেই পৃষ্ঠা স্পষ্ট হবে নতুবা ওয়েব সংস্করণ ভিজিট করুন
0 মন্তব্য(গুলি)