শূদ্র প্রতিষ্ঠিত বিগ্রহ - শালগ্রাম শিলা পূজা ও নমন নিষিদ্ধ
স্কন্দ পুরাণ ২।৪।৩।৩৫-৩৭ = যে ব্যক্তি শূদ্র স্থাপিত মূর্তিকে নমস্কার করে তার পূর্বপুরুষসহ সবার নরক প্রাপ্তি হয় । শূদ্রের অর্চিত মূর্তির সংস্পর্শে শরীর দগ্ধ হয় ।
স্কন্দপুরাণ ৫।৩।২২৮।৮-৯ = স্ত্রীশূদ্রের জপ, মন্ত্রপাঠ আদি নিষিদ্ধ ও পাতিত্য দোষ ।
শূদ্র নারীর বেদাধিকার নেই
ভাগবত ১।৪।২৫ [ এখানে মিথ্যাচারীদের মিথ্যাচারের জবাব http://back2thevedas.blogspot.com/2022/03/blog-post_8.html?m=1]
দেবীভাগবত ১।৩।২১
পরাশর স্মৃতি ১।৬৪ = বেদাধ্যয়নে নরকে গমন করবে শূদ্র ।
মেধাতিথি মনুস্মৃতির ২।২৪১ - ভাষ্যে বলেছেন শূদ্র বেদধারণ করলে তার শরীর ছেদন করতে ।
আদি শঙ্করাচার্য গীতা ১৮।৪১ এর ভাষ্যেও শূদ্রের বেদাধিকার নেই বলেছেন -
ব্রহ্মসূত্র ১।৩।৩৪ এ শঙ্কর শূদ্রের বেদাধিকার নেই বলেছেন ।
বৃহদারণ্যক ৬।৪।১৭ তে স্ত্রীগণের বেদাধিকার নেই বলে শঙ্কর ভাষ্যে লিখেছেন ।
একই বক্তব্য শঙ্করের ব্রহ্মসূত্র ১।৩।৩৮ ভাষ্যেও রয়েছে - [ উক্ত সূত্রের প্রকৃত অর্থ পড়ুন ]
উক্তসূত্রের রামানুজ ভাষ্য -
উক্ত সূত্রের গৌড়ীয় বৈষ্ণব বলদেব বিদ্যাভূষণের ভাষ্য -
গীতা ৯।৩২ এর ভাষ্যেও নিম্নলিখিত ভাষ্যকারগণ স্ত্রী ও শূদ্রের বেদাধিকার নেই বলেছেন -
প্রথমতঃ শঙ্করের মতে এখানে স্ত্রী শূদ্র পাপযোনী বা পাপের ফলে এসব জন্ম হয় ।
রামকৃষ্ণ মিশনের স্বামী নিখিলানন্দ -
The Vaisyas are engaged in agriculture and trade; women and Sudras are debarred from the study of the Vedas. Therefore all these classes of people remain outside the Vedic scheme of salvation.
[ Swami Nikhilananda on The Bhagwad Gita 9.32, page 233, Ramakrishna-Vivekananda Center, 1944, Printed in USA by The Haddon Craftsmen, Inc ]
ব্রাহ্মণকেও নির্দেশ দেওয়া হচ্ছে শূদ্রকে বেদ শিক্ষা না দেওয়ার জন্য
স্কন্দপুরাণ ৩।২।৬।৭৯
বিষ্ণু স্মৃতি ৭১।৪৮-৫২
স্কন্দপুরাণ ৫।৩।২২৮।৮-৯
স্কন্দপুরাণ ৩।১।১০।৩৯-৪০
ভাগবত ৪।২।১৩
ভাগবত ১০।৩৮।৪
শূদ্রের সম্মুখে মন্ত্রপাঠ নিষেধ -
উশন সংহিতা ৩।৬৫
বশিষ্ঠ সংহিতা ১৮।১১-১৪
লিঙ্গপুরাণ পূর্বভাগ ৮৫।১৬১
বিষ্ণু স্মৃতি ৩০।১৪
দেবীভাগবত ১১।১৫।১১-২০
As a man of a lowest caste acts contrary and incurs a sin if he hears the Veda mantra
শূদ্র যদি বেদপাঠ শ্রবণ করে তবে তার শাস্তি -
গৌতম ধর্মসূত্র ১২।৪-৬ = কানে সীসা ঢালতে হবে , উচ্চারণ করলে জিভ কাটতে হবে এবং ধারণ করলে দেহ দ্বিখণ্ডিত করতে হবে ।
অত্রি সংহিতা ১।১৯ = রাজা জপ - হোমকারী শূদ্রকে বধ করবেন ।
স্কন্দপুরাণ ৫।৩।২০০।৬ = বেদপাঠী শূদ্রের জিহ্বা ছেদন করবে ক্ষত্রিয়রা ।
0 মন্তব্য(গুলি)