https://www.idblanter.com/search/label/Template
https://www.idblanter.com
BLANTERORBITv101

বৈদিক ঈশ্বর বনাম সেমেটিক সৃষ্টিকর্তা :পর্ব ৭-মাংস ভক্ষণ

Monday, December 17, 2018

বাইবেল এবং মাংস ভক্ষণ

তখন নোহ প্রভুর জন্যে একটা বেদী তৈরী করলেন। নোহ কয়েকটি শুচি পশু কয়েকটি শুচি পাখী ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করে সেই বেদীতে হোম করলেন।উৎপত্তি :২০

ঈশ্বর অব্রামকে বললেন, “আমরা একটা চুক্তি করব। আমায় একটা তিন বছরের বাছুর, তিন বছরের ছাগল আর তিন বছরের মেষ এনে দাও। একটা বাচ্চা পায়রা আর একটা ঘুঘুপাখীও এনে দাও।
অব্রাম এই সমস্ত ঈশ্বরের কাছে এনে দিলেন। অব্রাম প্রাণীগুলি হত্যা করে এবং প্রতিটির দুটি করে খণ্ড করে খণ্ডগুলি থাক-থাক করে সাজিযে রাখলেন। কিন্তু পাখীগুলিকে অব্রাম দুখণ্ড করেন নি। উৎপত্তি ১৫: ,১০

আমাদের ছাগলের খোঁয়াড়ে যাও, দুটো ছাগল ছানা নিয়ে এস। তোমার পিতা যেমন মাংস খেতে ভালবাসে তেমন করে আমি রেঁধে দেব। উৎপত্তি ২৭:

মিশরে যোষেফ বিন্যামীনকে তার ভাইদের সঙ্গে দেখতে পেয়ে ভৃত্যদের বললেন, “ লোকদের আমার বাড়ী নিয়ে এস। পশু মেরে রান্না কর। এই লোকরা আজ দুপুরে আমার সঙ্গে খাবে।উৎপত্তি ৪৩:১৬

শুচিকরণের সময় শেষ হলে একটি শিশু কন্যা বা পুত্রের নতুন প্রসূতি, সমাগম তাঁবুতে অবশ্যই বিশেষ ধরণের উৎসর্গ আনবে। সে সমাগম তাঁবুর প্রবেশ পথে যাজককে অবশ্যই ঐসব উৎসর্গ বস্তুগুলি দেবে। দগ্ধ নৈবেদ্যর জন্য আনতে হবে এক বছর বয়সী মেষশাবক এবং একটি ঘুঘু পাখী বা বাচ্চা পায়রা আনবে পাপ মোচনের নৈবেদ্যর জন্য। লেবীয়পুস্তক ১২:

যদি অভিষিক্ত যাজক এমন একটা ভুল করে বসে ইস্রায়েলেতে মানুষ তার পাপে দোষী হয়ে যাবে, তখন যাজক তার পাপের জন্য অবশ্যই প্রভুর কাছে একটি নৈবেদ্য দান করবে। যাজক অবশ্যই কোন দোষ নেই এমন একটি এঁড়ে বাছুর উৎসর্গ করবে। পাপ নৈবেদ্য হিসেবে সে এঁড়ে বাছুরটি প্রভুকে উৎসর্গ করবে।লেবীয়পুস্তক :

তাঁরা তাঁকে এক টুকরো ভাজা মাছ দিলেন৷ লুক ২৪:৪২
মন্তব্য বাইবেলে এরকম অনেক জায়গায় মাংস ভক্ষণ দেখতে পাওয়া যায়। বলি দিলে কি পাপ ক্ষমা হয়ে যায়? বলি দিলে কি ব্যক্তি শুদ্ধ হয়ে যায়? নিরীহ প্রাণীদের হত্যা করা কি পাপ নয়? হোমের মধ্যে মাংস দিলে তো দূর্গন্ধ উৎপন্ন হবে। মাংস ভক্ষণের জন্য হাজার রকমের বাহানা। বাইবেলের ঈশ্বরের এই রকম অপরিপক্ক চিন্তা ভাবনা নিশ্চিত রুপে লজ্জাজনক

বেদে মাংস ভক্ষণের নিষেধাজ্ঞা
য়দি নো গাং হংসি য়দ্দ্যশ্বং য়দি পুরুষম্।
তং ত্বা সীসেন বিধ্যামো য়থা নো সো অবীরহা।। 
অথর্ববেদ /১৬/
ভাবার্থ হে চোর! যদি তুমি আমাদের নির্দোষ গোমাতা,ঘোড়া অথবা মানুষকে বধ করো তাহলে তুমিও আমাদের দ্বারা বধ হবে। যার ফলে তুমি দ্বিতীয় বার একই কাজ করতে পারবেনা
বেদে সাত্ত্বিক খাবারের বিধান
গোভিষ্টরেমামতি দুরেবাং য়বেন ক্ষুধং পুরুহূত বিশ্বাম। 
বয়ং রাজভিঃ প্রথমা ধনান্যস্মাকেন বৃজনেনা জয়েম।।
(ঋকবেদ ১০/৪৩/১০)
ভাবার্থ গোদুগ্ধের প্রয়োগের দ্বারা আমাদের দুষ্ট আচরণকারী কুৎসিত মতিগুলো জিততে পারি। গোদুগ্ধের প্রয়োগের ফলে বুদ্ধি সাত্ত্বিক হয়। আমাদের হৃদয়ে অবস্থানকারী, বিভিন্ন নামে প্রসিদ্ধ হে পরমেশ্বর! আমাদের ক্ষুধা মেটানোর জন্য আমরা যেন সাত্ত্বিক খাবার গ্ৰহন করি