https://www.idblanter.com/search/label/Template
https://www.idblanter.com
BLANTERORBITv101

বৈদিক ঈশ্বর বনাম সেমেটিক সৃষ্টিকর্তা :পর্ব ১২- বাইবেল এবং মদিরাপান

Friday, December 28, 2018

মাটিতে নেমে নোহ কৃষিকাজ শুরু করলেন। একটা জমিতে তিনি দ্রাক্ষা চাষ করলেন। সেই দ্রাক্ষা থেকে নোহ দ্রাক্ষারস বানালেন, তারপর সেই দ্রাক্ষারস পান করে নেশায চুর হয়ে তাঁবুর ভিতরে শুয়ে পড়লেন। নোহর গায়ে আবরণ থাকল না। উৎপত্তি ৯:২০,২১


সেই টাকা দিয়ে তোমরা যা চাও তা কেনো - গরু, মেষ, দ্রাক্ষারস অথবা সুরা অথবা যে কোনো রকম খাদ্য। এর পর সেই জায়গায় প্রভু তোমাদের ঈশ্বরের সঙ্গে তোমরা এবং তোমাদের পরিবারের লোকরা অবশ্যই খাবে এবং আনন্দ উপভোগ করবে। দ্বিতীয় বিবরণ ১৪:২৬

অবশালোম তার ভৃত্যদের এই নির্দেশ দিল, “অম্নোনকে নজরে রাখ। যখন দেখবে যে দ্রাক্ষারস পান করে মেজাজে আছে তখন আমি তোমাদের নির্দেশ দেব। তোমরা অবশ্যই অম্নোনকে আক্রমণ করবে এবং হত্যা করবে। তোমরা কেউ শাস্তি পাবার ভয় করো না। সর্বোপরি তোমরা তো কেবল আমার আদেশ পালন করবে। বীরের মত সাহসী হও। ২ সামুয়েল ১৩:২৮

আমি তোমাদের সত্যি বলছি, আমি আর দ্রাক্ষারস পান করব না, যতদিন পর্যন্ত না আমি ঈশ্বরের রাজ্যে সেই দিনে নতুন দ্রাক্ষারস পান না করি৷’ মার্ক ১৪:২৫

কারণ আমি তোমাদের বলছি, ঈশ্বরের রাজ্য না আসা পর্যন্ত আমি আর দ্রাক্ষারস পান করব না৷’ লুক ২২:১৮

আমি তোমাদের বলছি, এখন থেকে আমি এই দ্রাক্ষারস আর কখনও পান করব না, যে পর্যন্ত না আমার পিতার রাজ্যে তোমাদের সঙ্গে নতুন দ্রাক্ষারস পান করি৷’ মথি ২৬:২৯

সেই সময়, প্রভু সর্বশক্তিমান এই পর্বতের সমস্ত জাতিকে এক ভুরিভোজে আপ্যায়িত করবেন। সেই ভোজে সেরা খাদ্য ও পানীয় থাকবে। মাংস হবে নরম ও সুস্বাদু। ইসাইয়া ২৫:৬

মন্তব্য⇒ বাইবেল অনুযায়ী জীবনের সর্বোত্তম সুখ মদ এবং মাংস ভক্ষণ। উপরিউক্ত আলোচনা থেকে বাইবেলের সভ্যতার পরিচয় পাওয়া যায়।

বেদে মদ্যপান নিষিদ্ধ

হস্তু পীতাসো য়ুধ্যন্তে দুর্মদাসো ন সুরায়াম্।
উধর্ন নগ্না জরন্তে।।
(ঋকবেদ ৮/২/১২)
ভাবার্থ➨ যারা মন খুলে মদ্যপান করে, নিজেদের মধ্যে লড়াই করে এবং নগ্ন হয়ে সারা রাত ধরে বকবক করে তাঁরা দুষ্টবুদ্ধি লোক।


অস্য পিব য়স্য জজ্ঞান ইন্দ্র মদায় ক্রত্বে অপিবো বিরপ্শিন্।
তমু তে গাবো নর আপো অদ্রিরিন্দুং সমহ্যন্পীতয়ে সমস্মৈ।।
(ঋকবেদ ৬/৪০/২)
ভাবার্থ➨ যা খেলে এবং পান করলে বুদ্ধি ও শক্তি বৃদ্ধি পায় তা তুমি খাও এবং পান করো, অপরকেও খাওয়াও এবং পান করাও। সেই বস্তু পান করবেনা এবং অপরকেও পান করাবে না যার দ্বারা বুদ্ধি ভ্রষ্ট হয়।

অয়ং মে পীত উদিয়র্ত্তি বাচময়ং মনীষামুশতীমজীগঃ।
অয়ং ষল্লুর্বীরমিমীত ধীরো ন য়াভ্যো ভুবনং কচ্চনারে।।
(ঋকবেদ ৬/৪৭/৩)
ভাবার্থ➨ হে মনুষ্য! যা পান করলে বাণী, বুদ্ধি এবং শরীর ঠিক থাকে তথা যা শাস্ত্র সম্মত গ্ৰহণযোগ্য, সেটাই গ্ৰহণ করা উচিৎ এবং সেটা নয় যেটা বুদ্ধিভ্রষ্ট করে।


🙏🙏🙏 নমস্কার 🙏🙏🙏