https://www.idblanter.com/search/label/Template
https://www.idblanter.com
BLANTERORBITv101

বেদে নারীর জয়গান - পর্ব ৬ - বৈদিক মাতৃত্ব

Wednesday, June 6, 2018

স্ত্রী থেকে মা হবার দীর্ঘ পথ বেদের আলোয় আলোকিত হোক-

♦ যাসাং দ্যৌঃ পিতা পৃথিবী মাতা সমুদ্রো মূলংবীরুধা বভূব।
তাস্ত্বা পুত্রবিদ্যায় দৈবীঃ প্রাবন্ত্বোষধয়ঃ।।
(অথর্ব্ববেদ ৩।২৩।৬)

- হে স্ত্রী! যে ওষধি সমূহের দ্যুলোক পিতা,
পৃথ্বীলোক মাতা এবং সমুদ্রলোক মূল আধার সেই ওষধি সমূহ তোমাকে সন্তান লাভের জন্য দান করিতেছি। দিব্য গুণযুক্ত ওষধি সমূহ তোমাকে রক্ষা করুক।



♦ রাকামহং সুহবাং সুষ্ঠুতী হুবে শৃণোতু ন সুভগা বোধতু ত্মনা।
সীব্যত্বপঃ সূচ্যাহচ্ছিদ্যমানয়া দদাতু বীরং শতদায় মুক্ থ্যম্।।
(ঋগ্বেদ ২।৩২।৪)

- আমি দানশীল আবাহনযোগ্যা স্ত্রীকে স্তুতি দ্বারা আবাহন করিতেছি। সৌভাগ্যবতী স্ত্রী আমার আবাহন শ্রবণ করিয়া আমাকে বিশেষ ভাবে উপলব্ধি করুক। সূক্ষ্ম সূচি দ্বারা সীবন করিবার ন্যায় অতি সাবধানে সে প্রজনন কর্ম সম্পন্ন করুক। সে আমাকে দানবীর বলবান যশস্বী পুত্র দান করুক।



♦ দশ মাসা ঞ্ছশয়ানঃ কুমারো অধি মাতরি।
নিরৈতু জীবো অক্ষতো জীবো জীবন্ত্যা অধি।।
(ঋগ্বেদ ৫।৭৮।৯)

- হে পরমাত্মা! দশমাস পর্য্যন্ত মাতৃগর্ভে সুকুমার জীব সুপ্ত থাকিয়া যেন প্রাণ ধারন করে এবং জীবিতা মাতার গর্ভ হইতে যেন বিনা কষ্টে ভূমিষ্ঠ হয়।