https://www.idblanter.com/search/label/Template
https://www.idblanter.com
BLANTERORBITv101

মহর্ষি দয়ানন্দ বিষয়ে অপপ্রচারের জবাব সংগ্রহ

Sunday, December 10, 2023

  


মহর্ষি দয়ানন্দ সরস্বতী, আর্যসমাজ ও অগ্নিবীর এই ৩ বিষয়ে অপপ্রচার চলতেই থাকে । এখানে দুটো বিষয় খুবই লক্ষ্যণীয় - 

১) নতুন বা পুরাতন যারা এসবে লিপ্ত তাদের পরিচিতি অত্যন্ত কম এবং তাদের কাজই মূখ্যত আর্যসমাজের নিন্দা শুধুমাত্র সহজে পরিচিতি লাভের জন্য ৷ এখানে তারা বিতণ্ডার আশ্রয় নেয়। অর্থাৎ নিজেরা কি মানে তা প্রকাশ না করে কেবল আর্যসমাজের বিরোধীতা করা। অথচ দেখা যাবে সেই একই কথা শাস্ত্রে থাকলেও তা প্রকাশ না করে মহর্ষির সিদ্ধান্ত বলে চালাবে অথচ এটাও বলবে না এটা নিয়ে তাদের শাস্ত্রীয় সিদ্ধান্ত কী ? 

২) এই বিতণ্ডাবাদীরা আর্যসমাজের সূচনালগ্ন থেকে ১৫০ বছর ধরে একই অপরচার করে আসছে । একই রেফারেন্স বা একই সূত্র যা হিন্দি শাস্ত্রার্থ বা বিতর্কে খণ্ডিত হয়েছে বহুবার তা-ই নতুন মোড়কে সামান্য ভাষা পালটে উপস্থাপন করেছে৷ এতে তাদের শাস্ত্রীয় সিদ্ধান্তের দৈন্যদশাই প্রকটিত হয় । 

যাই হোক, আমরা সমস্ত অপপ্রচারের খণ্ডনের লিংক এখানে সংযুক্ত করলাম। পাশাপাশি নব্য যা অপপ্রচার হবে তার খণ্ডনও এখানে দেওয়া হবে৷

১. মহর্ষি কি শূদ্রদের বেদপাঠের বিরোধী ছিলেন ? - http://back2thevedas.blogspot.com/2018/03/blog-post_11.html

২. শূদ্রের উপনয়নের উল্লেখ নেই কেন ? - https://www.agniveerbangla.org/2020/06/blog-post_28.html

৩. মহর্ষি ও বিধবাবিবাহ - https://arsa-parampara.blogspot.com/2023/05/blog-post_15.html?m=1

৪. মহর্ষি কি সূর্যাদিতে প্রাণ বিষয়ে অবৈজ্ঞানিক কথা বলেছেন ? – http://back2thevedas.blogspot.com/2023/03/blog-post_17.html

৫. মহর্ষি কি মাতৃদুগ্ধ পানের বিরোধী ছিলেন ? - http://back2thevedas.blogspot.com/2023/03/৮ _16.html

৬. যজ্ঞের  বাক্য কি 'মন্ত্র' এই নিয়ে সমাধান –

http://back2thevedas.blogspot.com/2023/03/blog-post_97.html

৭. মনুস্মৃতির শ্লোক বিকৃত হয়েছে কি - http://back2thevedas.blogspot.com/2022/04/blog-post_7.html

৮. কাশী শাস্ত্রার্থ হারার পর পৌরাণিকদের মিথ্যাচার - https://back2thevedas.blogspot.com/2023/04/blog-post_24.html

৯. থিওসফিক্যাল সোসাইটি ও মূর্তি ভাঙ্গার গল্প - http://back2thevedas.blogspot.com/2022/09/blog-post_5.html

১০. মহর্ষি দয়ানন্দ যজুর্বেদ ভাষ্য নিয়ে অপপ্রচার - 

(১) যজুর্বেদ ৩।৬ - https://back2thevedas.blogspot.com/2021/04/blog-post_19.html?m=1

(২) অশ্লীলতা আদি - https://youtu.be/_NCUXqvSMLk?si=7584fg3w1zpBtTSN


 

(৩) পশুহিংসা যজুর্বেদ ১৩।৪৯-৫১- https://youtu.be/tZjFMH0Jcn8?si=0DlQDsGVkfbxCCml


 

(৪) রামকৃষ্ণ ও দয়ানন্দ - https://back2thevedas.blogspot.com/2020/08/blog-post.html?m=1


 

(৫) নারী ও শূদ্র - https://youtu.be/rRBFfYBPVHw?si=F5yDbE_QvgUdSyFT


 

(৬) বিবাহের বয়স - https://www.youtube.com/live/YcugNPypS0g?si=xzOOM0P5ZollH6g9

 


(৭) নিয়োগ- https://youtu.be/AZlUhR9WJm0?si=3i8OIMBypEmFtl7V 


(৮) নব্য শৈবদের কপিপেস্ট যজুর্বেদ ভাষ্য খণ্ডনের খণ্ডন - https://back2thevedas.blogspot.com/2023/03/blog-post.html?m=1

১১. মহর্ষি দয়ানন্দের রচনায় মূর্তিপূজা অন্বেষণ খণ্ডন - https://back2thevedas.blogspot.com/2023/12/blog-post_8.html

১২. সংস্কারবিধির শ্লোক বিকৃতির আরোপ খণ্ডন - http://back2thevedas.blogspot.com/2019/06/blog-post_10.html